স্নেহা চট্টোপাধ্যায়
স্নেহা চট্টোপাধ্যায় | |
---|---|
জন্ম | ১৩ জুন |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারত |
পেশা | অভিনয় |
কর্মজীবন | ২০০৮ –বর্তমান |
পরিচিতির কারণ |
|
দাম্পত্য সঙ্গী | সংলাপ ভৌমিক |
সন্তান | ১ |
স্নেহা চট্টোপাধ্যায় একজন ভারতীয় অভিনেত্রী। তিনি মূলত বাংলা ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করেন। ‘সুবর্ণলতা’,‘জলনূপুর’,‘ভুতু’,‘বিকেলে ভোরের ফুল’,‘নকশিকাঁথা’ ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি পরিচিত।[১]
প্রথম জীবন
[সম্পাদনা]তিনি বাংলা মাধ্যমের রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল ও বাগবাজার বহুমুখী বালিকা বিদ্যালয়ে পড়েন। এরপর তিনি জেভিয়ার্স কলেজে সোশিওলজি নিয়ে পড়েন।[১]
পেশা
[সম্পাদনা]তিনি ক্যারিয়ারের শুরু করেন উপস্থাপনা দিয়ে। এরপর তিনি এক বছরের জন্য সংবাদ পাঠিকা ছিলেন। খুব কঠিন হয়ে পড়েছিল। তার উপস্থাপনায় বাড়ির লোকের সায় ছিল । কিন্তু ধারাবাহিক করা নিয়ে আপত্তি ছিল । গ্র্যাজুয়েশনের পর তিনি সিম্বাসিসের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন। কিন্তু বাইরে থাকতে পারবেন না তাই চলে আসেন। ফেরার সময় তিনি এয়ারপোর্টে স্টার জলসার ‘এখানে আকাশ নীল’ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব পান। এরপর জি বাংলার ‘সুবর্ণলতা’তে এক খল অশিক্ষিত মেয়ের চরিত্রে অভিনয় করেন। জি বাংলার ‘সাত পাকে বাঁধা’তে পজেটিভ জুঁইয়ের ভূমিকায় অভিনয়। তারপর স্টার জলসার ‘জল নূপুর’এ আবার খল চরিত্র ভূমি হিসেবে অভিনয় করেন। জি বাংলার‘ভুতু’ তে তিনি পজেটিভ ওঝা পিসির ভূমিকায় অভিনয় করেন ।জি বাংলার ‘বিকেলে ভোরের ফুল’-এ তিনি ভাল দিদির ভূমিকায় কাজ করেন । এরপর তিনি জি বাংলার ‘নকশিকাঁথা’য় খল রোহিনীর ভূমিকা পালন করেন। তিনি মঞ্চনাটক ও করেছেন । যেমন- ‘ফোর্থ বেল’ দলের ‘পি-এস ভালবাসা’।এছাড়া তিনি শুধু তোমারই জন্য,‘অসুখওয়ালা’,‘পরিণীতা’,‘ধর্মযুদ্ধ’,‘মিতিন মাসি’,‘বিসমিল্লা’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন।[১][২] এছাড়া তিনি ওয়েব ধারাবাহিক এলে বাট গেলে না তে অভিনয় করেন।[৩]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]তিনি সাংবাদিক সংলাপ ভৌমিককে বিয়ে করেন।[৪] ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি তিনি পুত্র সন্তান জোনাক ভৌমিক ওরফে তুরুপকে জন্ম দেন।[৫][৬][৭]
টিভি ধারাবাহিক
[সম্পাদনা]- ‘এখানে আকাশ নীল’
- ‘সুবর্ণলতা’
- ‘সাত পাকে বাঁধা’
- ‘জল নূপুর’
- ‘ভুতু’
- ‘বিকেলে ভোরের ফুল’
- ‘নকশিকাঁথা’
- কুসুম দোলা
চলচ্চিত্র
[সম্পাদনা]- শুধু তোমারই জন্য
- ‘অসুখওয়ালা’
- ‘পরিণীতা (২০১৯-এর চলচ্চিত্র)’
- ‘ধর্মযুদ্ধ’
- ‘মিতিনমাসি (চলচ্চিত্র)’
- ‘বিসমিল্লা’
- তন্দুরি (২০২০)
ওয়েব ধারাবাহিক
[সম্পাদনা]- এলে বাট গেলে না (২০২১)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ভট্টাচার্য, স্বরলিপি। "'সবাই দেখা হলে বলেন, খুব ভাল অভিনয় কর, কিন্তু কেউ ডাকেন না'"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৯।
- ↑ চৌধুরী, মধুমন্তী পৈত। "'বয়সের প্রমাণ দিতে ভোটার কার্ড নিয়েও ঘুরেছি'"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৯।
- ↑ "প্রথম সিরিজেই সুপারহিট, কী বলছে Bankura Memes-এর 'নকুল দা'?"। EI Samay। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৯।
- ↑ "মা হয়েছেন 'সুবর্নলতা' খ্যাত অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়! অনুগামীদের সঙ্গে প্রথমবার শেয়ার করে নিলেন ছেলের ফটো"। Kolkata Journal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৯।
- ↑ "মা হলেন স্নেহা চট্টোপাধ্যায়, সন্তানের কী নাম রাখলেন অভিনেত্রী?"। sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৯।
- ↑ "প্রথমবার ছেলে জোনাকের ছবি পোস্ট করলেন অভিনেত্রী স্নেহা, দেখুন"। News18 Bengali। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৯।
- ↑ "মাতৃত্বের স্বাদে শয়তানি ছেড়ে সুপথে ‛জলনুপূর' খ্যাত স্নেহা, আবার নতুন রূপে পর্দায় অভিনেত্রী"। The Bengali Chronicle। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]