বিষয়বস্তুতে চলুন

কুসুম দোলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুসুম দোলা
কুসুম দোলা টেলিভিশন পোস্টার
পরিচালকশৈবাল ব্যানার্জি, সুজিত পাইন
শ্রেষ্ঠাংশেঋষি কৌশিক
মধুমিতা সরকার
দেশ ভারত
মূল ভাষাবাংলা
নির্মাণ
প্রযোজকশৈবাল ব্যানার্জি
স্থিতিকাল২২ মিনিট
মুক্তি
নেটওয়ার্কস্টার জলসা
মুক্তি২০১৬ 
২০১৮

কুসুম দোলা (ইংরেজি: Dangle Yolk) স্টার জলসায় সম্প্রচারিত একটি জনপ্রিয় টিভি ধারাবাহিক। এই ধারাবাহিকে অভিনয় করেছেন ঋষি কৌশিক, মধুমিতা সরকার সহ আরো অনেকে।

কাহিনী

[সম্পাদনা]

ইমন স্থানীয় পুলিশ কর্মকর্তার কন্যা। অন্য গ্রাম থেকে পুলিশের নতুন পদে যোগ দিতে এসেছিল। নতুন পুলিশ হিসেবে গ্রামের লোকজন থেকে সংবর্ধনা পেল। এক সন্ত্রাসি হামলায় ইমন এর বাবাকে মেরে ফেলল।ইমন খুব বিপদে পড়ল। কি করবে বুঝে উঠতে পারল না। গল্পটা তিন জন চরিত্র ইমন , রণজয় আর রূপকথার জীবন নিয়ে গড়ে উঠেছে যারা জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত এর মধ্যে দিয়ে চলছে। এক পর্যায়ে ইমন এতিম হয়ে যায়। সে রণজয় কে বিবাহ করে। []

অভিনয়ে

[সম্পাদনা]

বিশেষ

[সম্পাদনা]

বাংলা টেলিভিশন নাটকের ইতিহাসে কুসুম দোলা হচ্ছে প্রথম নাটক যেটি প্রচার হবার আগেই উইকি পেজ তৈরি করা হয়েছিল ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Official page of Kusum Dola serial on HOTSTAR"www.hotstar.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৫ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬