সোনালী পয়জন ব্যাঙ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সোনালী পয়জন ব্যাঙ
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
জগৎ/রাজ্য: অ্যানিম্যালিয়া (Animalia)
পর্ব: কর্ডাটা
শ্রেণি: অ্যামফিবিয়া
বর্গ: ব্যাঙ (আনুরা)
পরিবার: পয়জন ডার্ট ব্যাঙ (ডেনড্রোবাটিডি)
গণ: Phyllobates
Myers [fr], ডেলি, এবং মালকিন,ডেলি, এবং মালকিন,1978[২]
প্রজাতি: P. terribilis
দ্বিপদী নাম
Phyllobates terribilis
Myers [fr], ডেলি, এবং মালকিন,ডেলি, এবং মালকিন,1978[২]

গোল্ডেন পয়জন ব্যাঙ ( Phyllobates terribilis ), যা গোল্ডেন ডার্ট ব্যাঙ বা গোল্ডেন পয়জন অ্যারো ব্যাঙ নামেও পরিচিত, এটি কলম্বিয়ার অতিবৃষ্টি অরণের স্থানীয় একটি পয়জন ডার্ট ব্যাঙ । স্বাভাবিক বাসস্থান ধ্বংসের কারণে গোল্ডেন পয়জন ব্যাঙ বিপন্ন হয়ে পড়েছে। আকারে ক্ষুদ্র হওয়া সত্ত্বেও এই ব্যাঙ সম্ভবত বিশ্বে সবচেয়ে বিষাক্ত প্রাণী।

বিষাক্ততা[সম্পাদনা]

এদের উজ্জ্বল রঙের চামড়ায় তীব্র স্নায়ুবিষ থাকে। এক ধরনের বিশেষ বিষ হল ব্যাট্রাকোটক্সিনমাংসপেশীর যে ভোল্টেজ-দ্বারযুক্ত সোডিয়াম প্রণালীর সাথে ব্যাট্রাকোটক্সিন আবদ্ধ হয়, এদের শরীরে বংশাণুগত পরিব্যক্তির ফলে বেশ কিছু পরিবর্তন আসে যার ফলে ব্যাট্রাকোটক্সিন এদের শরীরে প্রভাব ফেলতে পারে না। পাপুয়া নিউ গিনিতে রিজেন্ট হুইসলাররুফাস-নেপ্ড বেলবার্ড পাখিদের পালক ও চামড়াতে এই বিষ পাওয়া যায়।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. IUCN SSC Amphibian Specialist Group (২০১৭)। "Phyllobates terribilis"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা (ইংরেজি ভাষায়)। আইইউসিএন2017: e.T55264A85887889। ডিওআই:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T55264A85887889.enঅবাধে প্রবেশযোগ্য। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১ 
  2. Myers, C.W.; Daly, J.W.; B. Malkin (১৯৭৮)। "A dangerously toxic new frog (Phyllobates) used by Embera Indians of western Colombia with discussion of blowgun fabrication and dart poisoning"Bulletin of the American Museum of Natural History161: 307–366। hdl:2246/1286 
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Frost নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  4. "পাখির শিস নয়, পাখির বিষ"