সৈয়দ এ কে এম এমদাদুল বারী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সৈয়দ এ কে এম এমদাদুল বারী
পাকিস্তান গণপরিষদ সদস্য
(ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন)
কাজের মেয়াদ
১৯৭০ – ৭ মার্চ ১৯৭৩
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
জন্ম(১৯৩৫-১১-২৩)২৩ নভেম্বর ১৯৩৫
মৃত্যু৭ সেপ্টেম্বর ২০২০(2020-09-07) (বয়স ৮৪)
মৃত্যুর কারণবার্ধক্য জনিত
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 পাকিস্তান (১৯৭১ সাল পর্যন্ত)
 বাংলাদেশ
পেশাআইনজীবী
আন্দোলনবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ

সৈয়দ এ কে এম এমদাদুল বারী (২৩ নভেম্বর ১৯৩৫ - ৭ সেপ্টেম্বর ২০২০) হলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক, পাকিস্তান গণপরিষদের সাবেক সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক।[১] বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে তিনি ২নং সেক্টর থে‌কে মু‌ক্তি‌যুদ্ধে অংশগ্রহণ ক‌রেন এবং বিজলা ক্যাম্পের সভাপতির দায়িত্ব পালন করেন।[২]

জন্ম ও পারিবারিক পরিচিতি[সম্পাদনা]

এমদাদুল বারী ১৯৩৫ সালের ২৩ নভেম্বর ততকালীন ব্রিটিশ ভারতের কুমিল্লা জেলার আখাউড়া মহুকুমার ধরখার ইউনিয়নের রাণীখার গ্রামে জন্মগ্রহণ করেন।[৩] তিনি দুই পুত্র ও তিন কন্যা সন্তানের জনক ছিলেন।

শিক্ষাজীবন[সম্পাদনা]

রানীখার প্রাথ‌মিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু হয়। তালশহর এআই স্কুল থে‌কে প্রথম বিভাগে মেট্রিকুলেশন ও কি‌শোরগঞ্জের ভৈরবের হাজী আসমত ক‌লেজ থে‌কে ইন্টারমিডিয়েট পাশ করে তিনি ঢাকা স‌লিমুল্লাহ এক‌া‌ডেমী থে‌কে রাষ্ট্র‌বিজ্ঞা‌নে অর্নাস ক‌রেন।[৪] এরপর কুমিল্লা ল' কলেজ থেকে তিনি আইন শাস্ত্রে ডিগ্রি নেন।

কর্ম জীবন[সম্পাদনা]

১৯৬৫ সা‌লে কু‌মিল্লা‌তে আইনজীবী পেশায় নিযুক্ত হন এবং ১৯৬৬ সা‌লে ব্রাহ্মণবা‌ড়িয়া আদালতে আইন পেশা শুরু করেন।[৪] রাজনৈতিক বিভিন্ন কাজের পাশাপাশি তিনি জীবনের শেষ সময় পর্যন্ত এতেই যুক্ত ছিলেন।

তিনি ২০১১ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প‌রিষদ প্রশাসক নিযুক্ত হন ।[৪]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

মাত্র ৩৫ বছর বয়সে ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে তিনি পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন।[৩]

স্বাধীনতা যুদ্ধে অবদান[সম্পাদনা]

১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেন। তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের দক্ষিণ-পূর্ব রণাঙ্গনের প্রচার দপ্তরের সভাপতি।[৩]

মৃত্যু[সম্পাদনা]

২০২০ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মুক্তিযোদ্ধা এমদাদুল বারী আর নেই, আইনমন্ত্রীর শোক"দৈনিক কালেরকন্ঠ। ৭ সেপ্টেম্বর ২০২০। 
  2. "গণপরিষদের সাবেক সদস্য সৈয়দ এমদাদুল বারী আর নেই"জাগো নিউজ ২৪ ডটকম। ৭ সেপ্টেম্বর ২০২০। 
  3. "সাবেক গণপরিষদ সদস্য এমদাদুল বারী মারা গেছেন"দি ডেইলি স্টার। ৮ সেপ্টেম্বর ২০২০। 
  4. "না ফেরার দেশে সাবেক গণপরিষদ সদস্য সৈয়দ এমদাদুল বারী"দৈনিক সারোদ। ৭ সেপ্টেম্বর ২০২০। 

বহিঃসংযোগ[সম্পাদনা]