বিষয়বস্তুতে চলুন

সুইস সুপার লিগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সুইস সুপার লীগ থেকে পুনর্নির্দেশিত)
সুইস সুপার লিগ
স্থাপিত১৮৯৮; ১২৬ বছর আগে (1898)
সুইস সিরি এ হিসেবে[]
১৯৩৩; ৯১ বছর আগে (1933)
ন্যাশনাললিগা এ হিসেবে[]
দেশসুইজারল্যান্ড সুইজারল্যান্ড
কনফেডারেশনইউরোপ উয়েফা
দলের সংখ্যা১০
লিগের স্তর
অবনমিতচ্যালেঞ্জ লিগ
ঘরোয়া কাপসুইস কাপ
আন্তর্জাতিক কাপ
বর্তমান চ্যাম্পিয়নইয়াং বয়েস (১৩তম শিরোপা)
(২০১৮–১৯)
সর্বাধিক শিরোপাগ্রাসহোপার (২৭টি শিরোপা)[]
সর্বাধিক ম্যাচসুইজারল্যান্ড হাইন্স হারমান (৪৪৩)
শীর্ষ গোলদাতাসুইজারল্যান্ড পিটার রিসি (১৯৭)
সম্প্রচারকটেলিক্লাব স্পোর্ট
এসআরজি এসএসআর
ওয়েবসাইটSFL.ch
২০১৯–২০ সুইস সুপার লিগ

সুইস সুপার লিগ (পৃষ্ঠপোষকজনিত কারণে রাইফেইসেন সুপার লিগ নামেও পরিচিত) হচ্ছে পুরুষদের ফুটবল ক্লাবগুলোর মধ্যে আয়োজিত একটি সুইস পেশাদার লিগ, যা ১৮৯৮ সালে সুইস সিরি এ নামে প্রতিষ্ঠিত হয়েছে। এই লিগটি সুইস ফুটবল লিগ পদ্ধতির শীর্ষস্তরের ফুটবল প্রতিযোগিতা। সুইস ফুটবল এসোসিয়েশন দ্বারা পরিচালিত সুইস সুপার লিগে সর্বমোট ১০টি ক্লাব প্রতিযোগিতা করে থাকে; যার মধ্য হতে পয়েন্ট তালিকার শীর্ষ দল বিজয়ী দল হিসেবে শিরোপা জয়লাভ করে এবং পয়েন্ট তালিকার নিচের দল সুইস চ্যালেঞ্জ লিগে অবনমিত হয়।

সুইস সুপার লিগের প্রতিটি মৌসুমে প্রতিটি ক্লাব একে অপরের সাথে দুইটি করে ম্যাচ খেলে; যার মধ্যে একটি হচ্ছে হোম ম্যাচ এবং অন্যটি হচ্ছে অ্যাওয়ে ম্যাচ। প্রতিটি মৌসুমের শেষে, পয়েন্ট তালিকার নিচের ক্লাবটি স্বয়ংক্রিয়ভাবে সুইস ফুটবল লিগ পদ্ধতির দ্বিতীয় স্তরে অবনমিত হয়। একই সাথে, সুইস চ্যালেঞ্জ লিগের চ্যাম্পিয়ন দল স্বয়ংক্রিয়ভাবে সুইস সুপার লিগে উন্নীত হয়। অন্যদিকে, সুইস সুপার লিগের পয়েন্ট টেবিলের ৯ম ক্লাব এবং সুইস চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় স্থান অধিকারী দল অবনমন প্লে-অফে অংশগ্রহণ করে।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সুইজারল্যান্ডের ফুটবল লিগ চ্যাম্পিয়নের তালিকা"আরএসএসএসএফ। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২০ 
  2. "সুইস ফুটবল লিগ: ন্যাশনাললিগা এ"আরএসএসএসএফ। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:সুইস সুপার লিগ