সিয়েরা লিওন জাতীয় মহিলা ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিয়েরা লিওন
দলের লোগো
ডাকনামসিয়েরা কুইন্স
অ্যাসোসিয়েশনসিয়েরা লিওন ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনসিএএফ (আফ্রিকা)
সাব–কনফেডারেশনডব্লিউএএফইউ (পশ্চিম আফ্রিকা)
প্রধান কোচঅ্যানা উইলিয়ামস
ফিফা কোডSLE
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমানNR (২৫ সেপ্টেম্বর ২০১৫)
সর্বোচ্চ১২৩ (২০১৩)
সর্বনিম্ন১৪৮ (সেপ্টেম্বর ২০১৫)
প্রথম আন্তর্জাতিক খেলা
 সিয়েরা লিওন ০–৯ নাইজেরিয়া 
(৬ নভেম্বর ১৯৯৪)
বৃহত্তম পরাজয়
 সিয়েরা লিওন ০–৯ নাইজেরিয়া নাইজেরিয়া
(৬ নভেম্বর ১৯৯৪)
মহিলা আফ্রিকা কাপ অব নেশন্স
অংশগ্রহণ১ (১৯৯৫-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (১৯৯৫)

সিয়েরা লিওন জাতীয় মহিলা ফুটবল দল আন্তর্জাতিক মহিলা ফুটবলে সিয়েরা লিওনের প্রতিনিধিত্বকারী দল। দলটি সিয়েরা লিওন ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় যা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) এর সদস্য। সিয়েরা লিওন ফিফা স্বীকৃত চারটি ম্যাচ খেলেছে, যার দুটি ১৯৯৪ সালে এবং দুটি ২০১০ সালে। দেশে জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ দল রয়েছে। সিয়েরা লিওনে মহিলা ফুটবল আফ্রিকা মহাদেশের অন্যান্য দেশের মত বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। আভ্যন্তরীণভাবে, নিজের মধ্যে যেসকল সমস্যার সম্মুখীন তাহল দেশে অভ্যন্তরীণ নারী প্রতিযোগিতার অভাব এবং নারীদের মাঝে খেলাধুলার জনপ্রিয়তা হ্রাস।

ইতিহাস[সম্পাদনা]

সিয়েরা লিওন জাতীয় মহিলা ফুটবল দলের ডাকনাম সিয়েরা কুইন্স।[১] ১৯৮৫ সালে, সিয়েরা লিওনসহ বিশ্বে এমন কোন দেশ ছিল না, যার একটি জাতীয় মহিলা ফুটবল দল ছিল।[২] ১৯৯৪ সালের আগে সিয়েরা লিওন কোন আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেনি। ১৯৯৫ ফিফা মহিলা বিশ্বকাপের বাছাইপর্বি খেলার মাধ্যমে সিয়েরা লিওন আন্তর্জাতিক অঙ্গনে পা দেয়,[৩] ১৯৯৪ সালের ৬ নভেম্বর নাইজেরিয়ার সাথে প্রথম খেলা অনুষ্ঠিত হয়, যাতে সিয়েরা লিওন ০ - ৯ গোলের ব্যবধানে পরাজিত হয়। এ খেলার প্রথমার্ধের ব্যবধান ছিল ০ - ৬।[৪] ১৯৯৪ সালের ২০ নভেম্বর সিয়েরা লিওন তাদের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে ফ্রিটাউনে পুনরায় নাইজেরিয়ার সাথে খেলে। এবং এ খেলাও তারা ০ - ২ গোলে পরাজিত হয়। [৪] এই খেলা দুটি সকল খেলার প্রথমার্ধের একটি ঐতিহাসিক প্রতিনিধিত্ব সৃষ্টি করে।[৪] দলটি তাদের অন্য দুটি আন্তর্জাতিক ম্যাচ আফ্রিকার ২০১০ আন্তর্জাতিক মহিলা চ্যাম্পিয়নশিপের প্রাথমিক পর্বে খেলে, যা অলিম্পিক বাছাইপর্বের একটি অংশ। সেখানে সিয়েরা লিওন ২০১০ সালের ৭ মার্চ গিনির কোনাক্রিতে গিনির মোকাবেলা করে এবং ২ - ৩ গোলে পরাজিত হয়। ২০ মার্চ ২০১০ সালে ফ্রিটাউনে অনুষ্ঠিত অপর ম্যাচে ১ - ১ গোলে টাই করে।[৪][৫][৬][৭][৮] এ ম্যাচের দলটি কমপক্ষে ১ বছর কোন আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচ খেলেনি[১] এবং তারা ২০১১ অল আফ্রিকা গেমসেও অংশগ্রহণ করেনি।[৯] মার্চ ২০১২ সালে, সিয়েরা লিওন বিশ্ব ফিফা র্যাঙ্কিংয়ে ১৩৫ তম এবং আফ্রিকার ২৬ তম অবস্থানে ছিল।[১০] জুন ২০১২ সালে তাদের র্যাঙ্কিং উন্নিত হয়ে ১৩০ তম অর্জন করেছিল। কিন্তু বিশ্ব র্যাঙ্কিংয়ের অন্যান্য ৪৬ দেশের এখনও নিচে রয়েছে।[১০][১১] দলের সবচেয়ে সেরা র্যাঙ্কিং ছিল ২০১০ সালে ১২৮তম এবং সবচেয়ে খারাপ র্যাঙ্কিং ছিল ২০১১ সালে ১৩৬ তম।[১২]

অনূর্ধ্ব ১৭[সম্পাদনা]

অনূর্ধ্ব ২০[সম্পাদনা]

পটভূমি ও উন্নয়ন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sierra Leone to play Guinea and Gambia in Women's youth football" (ইংরেজি ভাষায়)। Sierra Leone: The Exclusive Press Newspaper। ১৬ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. Chrös McDougall (১ জানুয়ারি ২০১২)। Soccer (ইংরেজি ভাষায়)। ABDO। পৃষ্ঠা 45। আইএসবিএন 978-1-61783-146-1। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১২ 
  3. "Previous Tournaments" (ইংরেজি ভাষায়)। FIFA। ২৭ ডিসেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১২ 
  4. "Sierra Leone: Fixtures and Results" (ইংরেজি ভাষায়)। FIFA। ২৫ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১২ 
  5. "Africa – Women's Championship 2010" (ইংরেজি ভাষায়)। Rsssf.com। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১২ 
  6. "Teams – African Women Championship 2010 – CAF" (ইংরেজি ভাষায়)। CAF। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১২ 
  7. "Sierra Leone Knocked out of Olympic Qualifiers" (ইংরেজি ভাষায়)। Sierra Leone: Sierra Leone Football। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "Yearbook 2010" (ইংরেজি ভাষায়)। Sierraleonefootball.com। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "Groups & standings – All Africa Games women 2011 – CAF" (ইংরেজি ভাষায়)। CAF। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১২ 
  10. "The FIFA Women's World Ranking" (ইংরেজি ভাষায়)। FIFA। ২৫ সেপ্টেম্বর ২০০৯। ২০ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১২ 
  11. "Sierra Leone on FIFA.com" (ইংরেজি ভাষায়)। Switzerland: FIFA। ১৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১২ 
  12. "FIFA/Coca-Cola World Ranking Sierra Leone" (ইংরেজি ভাষায়)। Switzerland: FIFA। ২০ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]