বিষয়বস্তুতে চলুন

সের্হিও রোমেরো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সার্হিও রোমেরো থেকে পুনর্নির্দেশিত)
সার্হিও রোমেরো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সার্হিও হের্মান রোমেরো
জন্ম (1987-02-22) ২২ ফেব্রুয়ারি ১৯৮৭ (বয়স ৩৭)
জন্ম স্থান বেরন্যার্দো দি ইরিগোয়েন, আর্জেন্টিনা
উচ্চতা ১.৯২ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ভেনেন্সিয়া
জার্সি নম্বর ৮৮
যুব পর্যায়
১৯৯৭ আলমিরান্তে ব্রাউন
১৯৯৭–২০০৩ ইনফান্তিলস
২০০৩–২০০৬ রেসিং ক্লাব
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৬–২০০৭ রেসিং ক্লাব (০)
২০০৭–২০১১ আল্কমার ৯০ (০)
২০১১– স্যাম্পদরিয়া ৪৯ (০)
জাতীয় দল
২০০৭ আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ ২৩ (০)
২০০৯– আর্জেন্টিনা ৩৪ (০)
অর্জন ও সম্মাননা
 আর্জেন্টিনা-এর প্রতিনিধিত্বকারী
Men's Football
স্বর্ণ পদক - প্রথম স্থান 2008 Beijing Team Competition
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২ ফেব্রুয়ারি ২০১৩ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪ নভেম্বর ২০১২ তারিখ অনুযায়ী সঠিক।

সার্হিও হের্মান রোমেরো (স্পেনীয়: Sergio Germán Romero; জন্ম ২২ ফেব্রুয়ারি ১৯৮৭) একজন আর্জেন্টাইন ফুটবলার যিনি গোলরক্ষক হিসেবে সিরি এ’র দল স্যাম্পদরিয়া এবং আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে খেলেন। ২০০৭ সালে রেসিং ক্লাবের হয়ে আজেন্টাইন প্রিমেরা ডিভিশনে তার অভিষেক হয়। এরপর তিনি ডাচ ক্লাব আল্কমারে চলে যান। ২০১১ সালে তিনি ইতালীয় ক্লাব স্যাম্পদরিয়ার যোগ দেন। রোমেরো আজেন্টিনার হয়ে ২০০৭ দক্ষিণ আমেরিকান যুব চ্যাম্পিয়নশীপ, ২০০৭ ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ, ২০১০ ফিফা বিশ্বকাপ এবং ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহন করেছেন, যেখানে আর্জেন্টিনা স্বর্ণপদক জেতে।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

সার্হিও রোমেরো মিসিওনস প্রদেশের বেরন্যার্দো দি ইরিগোয়েন শহরে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহন করেন। তার বড় দুই ভাই বাস্কেটবল খেলোয়াড়। তাদের তুলনায় উচ্চতার দিক থেকে ছোট হওয়ায়, তাকে সবাই ‘‘চিকুইতো’’ বলে ডাকত, যার অর্থ ছোট বা পুচকে।

২০০৬ সালে, রোমেরো রেসিং ক্লাব দি অ্যাভেলানেদায় যোগদান করেন, ১৯ বছর বয়সে তিনি তার প্রথম পেশাদারী চুক্তি সাক্ষর করেন।

ক্লাব ক্যারিয়ার

[সম্পাদনা]

আন্তজাতিক ক্যারিয়ার

[সম্পাদনা]

জাতীয় দল

[সম্পাদনা]

১৪ নভেম্বর ২০১২ অনুসারে[]

আর্জেন্টিনা
সাল উপস্থিতি গোল
২০০৯
২০১০ ১১
২০১১ ১০
২০১২
২০১৩
মোট ৫০

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Sergio Romero"। National-football-teams.com। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]