বিষয়বস্তুতে চলুন

এজেকিয়েল গারাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Ezequiel Garay থেকে পুনর্নির্দেশিত)
এজেকিয়েল গারাই
২০১১ সালে বেনফিকার হয়ে খেলছেন গারাই।
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এজেকিয়েল মার্সেলো গারাই গোন্সালেস
জন্ম (1986-10-10) ১০ অক্টোবর ১৯৮৬ (বয়স ৩৮)
জন্ম স্থান রোজারিও, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮৯ মি (৬ ফু ২ ইঞ্চি)
মাঠে অবস্থান সেন্টার ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান দল
বেনফিকা
জার্সি নম্বর ২৪
যুব পর্যায়
নিওয়েল'স ওল্ড বয়েজ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৪–২০০৫ নিওয়েল'স ওল্ড বয়েজ ১৪ (১)
২০০৫–২০০৮ রাসিং সান্তেন্দার ৬০ (১২)
২০০৮–২০১১ রিয়াল মাদ্রিদ ৩১ (১)
২০০৮–২০০৯রাসিং সান্তেন্দার (ধার) ২৪ (২)
২০১১– বেনফিকা ৭৮ (৯)
জাতীয় দল
২০০৮ আর্জেন্টিনা অনূর্ধ্ব ২৩ (০)
২০০৭– আর্জেন্টিনা ১৯ (০)
অর্জন ও সম্মাননা
 আর্জেন্টিনা-এর প্রতিনিধিত্বকারী
Men's Football
স্বর্ণ পদক - প্রথম স্থান 2008 Beijing Team Competition
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২১ এপ্রিল ২০১৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬ জুন ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

এজেকিয়েল মার্সেলো গারাই গোন্সালেস (স্পেনীয়: Ezequiel Marcelo Garay González, স্পেনীয় উচ্চারণ: [eseˈkjel ɣaˈɾai]; জন্ম ১০ অক্টোবর ১৯৮৬) একজন আর্জেন্টিনীয় ফুটবলার যিনি পর্তুগীজ ক্লাব এস.এল. বেনফিকা এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলেন।

গারাই তার কর্মজীবন শুরু করেন নিওয়েল'স ওল্ড বয়েজের হয়ে, কিন্তু ১৯ বছর বয়সে তিনি স্পেনে পাড়ি জমান। তিনি স্পেনে ছয় মৌসুম ছিলেন। সেই সময়ে রাসিং সান্তেন্দাররিয়াল মাদ্রিদের হয়ে তিনি মোট ১০৯ খেলায় ১৫ গোল করেন। ২০১১ সালে তিনি বেনফিকার সাথে চুক্তি সাক্ষর করেন।

ক্লাব কর্মজীবন

[সম্পাদনা]

প্রারম্ভিক সময়

[সম্পাদনা]

গারাই জন্মগ্রহণ করেন সান্তা ফের রোজারিওতে। ১৮ বছর বয়সে, পেশাদার হিসেবে তার অভিষেক হয় স্থানীয় ক্লাব নিওয়েল'স ওল্ড বয়েজে। তিনি প্রথম মাঠে নামেন ক্লাব দে হিমনাসিয়া ইয়ে এসগ্রিমা লা প্লাতার বিপক্ষে।

গারাই তার প্রথম মৌসুমে নিওয়েল'সের হয়ে ১২ খেলায় মাঠে নামেন এবং একটি গোল করেন। একমাত্র গোলটি তিনি করেন স্থানীয় ডার্বি খেলায় রোজারিও সেন্ট্রালের বিপক্ষে। তারা ওই খেলায় ২-১ গোলে জয় লাভ করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Onwards and upwards for Garay"ফিফা। ১২ জুন ২০০৮। ১২ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]