বিষয়বস্তুতে চলুন

দিয়েগো মিলিতো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিয়েগো মিলিতো
২০০৯ সালে ইন্টার মিলানে মিলিতো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম দিয়েগো আলবের্তো মিলিতো
জন্ম (1979-06-12) ১২ জুন ১৯৭৯ (বয়স ৪৫)
জন্ম স্থান বের্নাল, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান স্ট্রাইকার
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইন্তারনাজিওনালে
জার্সি নম্বর ২২
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯৯–২০০৩ রেসিং ১৩৭ (৩৪)
২০০৩–২০০৫ জেনোয়া ৫৯ (৩৩)
২০০৫–২০০৮ জারাগোজা ১০৮ (৫৩)
২০০৮–২০০৯ জেনোয়া ৩১ (২৪)
২০০৯– ইন্তারনাজিওনালে ১২৬ (৬৪)
জাতীয় দল
২০০৩–২০১১ আর্জেন্টিনা ২৫ (৪)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩ এপ্রিল ২০১৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭ জুলাই ২০১১ তারিখ অনুযায়ী সঠিক।

দিয়েগো আলবের্তো মিলিতো (স্পেনীয়: Diego Alberto Milito) একজন আর্জেন্টিনীয় ফুটবলার, যিনি স্ট্রাইকার হিসেবে ইতালীয় ক্লাব ইন্তারনাজিওনালে এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেন।[] ১০ বছরের পেশাদার কর্মজীবনে পরিসংখ্যাকিয়ভাবে তিনি প্রতি দুইটি খেলায় একটি করে গোল করেন। ২০০৯-১০ মৌসুমে ইন্টার মিলানের ট্রেবল জয়ে তারই সবচেয়ে বেশি ভূমিকা ছিল। ওই মৌসুমে চ্যাম্পিয়নস লীগের ফাইমালে তিনি দুইটি গোলে অবদান রাখেন।

তার জন্ম ১২ জুন ১৯৭৯। তার ডাকনাম El Príncipe (রাজকুমার)। উরুগুয়ের প্রাক্তন ফুটবলার এঞ্জো ফ্রান্সেসকোলির সাথে তার শারীরিক সাদৃশ্যের কারণে তাকে এই নামে ডাকা হয়। ফ্রান্সেসকোলিকেও এই নামে ডাকা হত।

কর্মজীবন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Real Zaragosa Official website News" (স্পেনীয় ভাষায়)। রিয়াল জারাগোজা। ১৬ নভেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]