সান্তিয়াগো সোলারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সান্তিয়াগো সোলারি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সান্তিয়াগো এর্নান সোলারি পোগিও
জন্ম (1976-10-07) ৭ অক্টোবর ১৯৭৬ (বয়স ৪৭)
জন্ম স্থান রোসারিও, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮২ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রিয়াল মাদ্রিদ (তত্ত্বাবধায়ক)
যুব পর্যায়
১৯৯৪ রিকার্ড স্টকটন কলেজ
১৯৯৪–১৯৯৫ নিওয়েল'স ওল্ড বয়েজ
১৯৯৫–১৯৯৬ রেন্তো সেসারিনি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯৬–১৯৯৮ রিভার প্লেত ৬৭ (১৩)
১৯৯৯–২০০০ আতলেতিকো মাদ্রিদ ৪৬ (৭)
২০০০–২০০৫ রিয়াল মাদ্রিদ ১৩১ (১০)
২০০৫–২০০৮ ইন্টার মিলান ৩৯ (৪)
২০০৮–২০০৯ সান লরেঞ্জো ২৬ (৪)
২০০৯–২০১০ আতলান্তে ৩৩ (৫)
২০১০–২০১১ পেনিয়ারোল (০)
মোট ৩৫১ (৪৩)
জাতীয় দল
১৯৯৯–২০০৪ আর্জেন্টিনা ১১ (১)
পরিচালিত দল
২০১৩–২০১৬ রিয়াল মাদ্রিদ (যুব)
২০১৬–২০১৮ রিয়াল মাদ্রিদ বি
২০১৮– রিয়াল মাদ্রিদ (তত্ত্বাবধায়ক)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

সান্তিয়াগো এর্নান সোলারি পোগিও (জন্ম: ৭ অক্টোবর ১৯৭৬) হলেন একজন সাবেক আর্জেন্টিনীয় ফুটবলার, যিনি তার ক্যারিয়ারের অধিকাংশ সময় বাম মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। তিনি বর্তমান স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদ তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন।[১]

তিনি তার ক্যারিয়ারের ১৬টি বছর স্পেনে কাটিয়েছেন, যেখানে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে সকল প্রতিযোগিতায় সর্বমোট ১৭৭টি ম্যাচে ১৭টি গোল করেছেন। অতঃপর তিনি ইতালীয় ক্লাব ইন্টার মিলানে স্থানান্তরিত হন। এই দুই ক্লাবের হয়ে তিনি সর্বমোট ১৩টি প্রধান শিরোপা জয়লাভ করেছেন।

২০১৩ সালে, তিনি রিয়াল মাদ্রিদ যুব ক্লাবের কোচ হিসেবে তার নতুন ক্যারিয়ার শুরু করেন। তিনি এপর্যন্ত রিয়াল মাদ্রিদের বিভিন্ন স্তরের কোচের দায়িত্ব পালন করেছেন।

অর্জন[সম্পাদনা]

রিভার প্লেত

রিয়াল মাদ্রিদ

ইন্টার মিলান

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Santiago Solari"transfermarkt.co.uk (ইংরেজি ভাষায়)। transfermarkt। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]