সাধু চরণ মাহাতো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাধু চরণ মাহাতো হলেন ঝাড়খণ্ডের একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতীয় জনতা পার্টির সদস্য। মাহাতো সরাইকেল্লা খরসোয়া জেলার ইছাগড় আসন থেকে ঝাড়খণ্ড বিধানসভার সদস্য ছিলেন। তিনি বিধায়ক তহবিলের মাধ্যমে বিভিন্ন গ্রামে রাস্তা তৈরি করেছেন। তিনি অত্যন্ত কার্যকরী মনোভাব এবং স্থানীয় বাংলা ভাষার ব্যবহারের কারণে তিনি ইছাগড় বিধানসভার জনপ্রিয় নেতা। [১][২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "BJP MLA Sadhu Charan Mahato misses first day of Jharkhand assembly"The Economic Times। PTI। ৬ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯ 
  2. My Neta
  3. "Sadhu Charan Mahato misses first day of assembly"। ৩ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২১