বিষয়বস্তুতে চলুন

সাতবাড়ীয়া শাহী মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাতবাড়ীয়া শাহী মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
জেলাকুষ্টিয়া জেলা
অবস্থান
অবস্থানসাতবাড়ীয়া, ভেড়ামারা উপজেলা
দেশ বাংলাদেশ
স্থাপত্য
স্থাপত্য শৈলীমুঘল স্থাপত্য
প্রতিষ্ঠার তারিখআওরঙ্গজেবের শাসনামলে (১৬৫৮-১৭০৭)
বিনির্দেশ
ধারণক্ষমতা৩১৫ জন
গম্বুজসমূহ৩টি
মিনার৪টি

সাতবাড়ীয়া শাহী মসজিদ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় অবস্থিত মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে (১৬৫৮-১৭০৭) নির্মিত একটি মসজিদ। এটি ভেড়ামারা উপজেলার প্রথম মসজিদ হিসেবে পরিচিত।

ইতিহাস[সম্পাদনা]

মসজিদটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে (১৬৫৮-১৭০৭) নির্মিত। মসজিদটিতে কোনো শিলালিপি না পাওয়ায় এর সঠিক নির্মাণ সাল জানা যায় না।

গঠনশৈলী[সম্পাদনা]

মসজিদটি অনেকবার সংস্কার করা হয়েছে। প্রাচীন মসজিদের পূর্বদিক বর্ধিত করে দ্বিতল করা হয়েছে। নির্মাণের জন্য উপকরণ হিসেবে ছোট ছোট পাতলা ইট, চুন-সুরকি ব্যবহার করা হয়েছে। যেমনটা স্বস্তিপুর শাহী মসজিদে করা হয়েছে।

গ্রন্থপঞ্জিকা[সম্পাদনা]

  • ড. মুহাম্মদ এমদাদ হাসনায়েন; ড. সারিয়া সুলতানা (২০২০)। ধর্মীয় ইতিহাস স্থাপত্যে কুষ্টিয়া। ৭/৩খ সাহিত্যিক মীর মশাররফ হোসেন সড়ক, কুষ্টিয়া ৭০০০: কন্ঠধ্বনি প্রকাশনী। পৃষ্ঠা ৯১, ৯২। আইএসবিএন 978-984-94435-0-6 
  • মোঃ রেজাউল করিম (ডিসেম্বর ২০২২)। কুষ্টিয়ার প্রত্ননিদর্শন। ৩৮/২ক বাংলাবাজার, ঢাকা ১১০০: গতিধারা। পৃষ্ঠা ১৪৮, ১৪৯। আইএসবিএন 978-984-8950-41-8