সাইমুম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাইমুম
Sandstorm approaching the sphinx at Gîza at sunset, Egypt. C Wellcome V0049386.jpg
অঞ্চলসাহারা, ইসরাইল, ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া এবং আরব উপদ্বীপের মরুভূমিগুলো
প্রভাবতাপমাত্রা ৫৪ °সে (১২৯ °ফা) অতিক্রম করতে পারে এবং আপেক্ষিক আদ্রতা ১০% এর নিচে নেমে আসতে পারে

সাইমুম (আরবি: سموم‎‎‎ মুল হতে س م م s-m-m, سم "বিষ") একটি শক্তিশালী, শুষ্ক, ধূলোচ্ছাদিত ঝড়ো হাওয়া। এই শব্দটি দ্বারা সাধারণত আরব উপদ্বীপের মরুভূমিসমূহ, সিরিয়া, ইরাক, জর্ডান, ফিলিস্তিন, ইজরায়েলসাহারা অঞ্চলের উপর বয়ে যাওয়া স্থানীয় ঝড়কে বুঝানো হয়ে থাকে। এর তাপমাত্রা ৫৪° সেলসিয়াস (১২৯° ফারেনহাইট) অতিক্রম করতে পারে এবং আদ্রতা ১০% এর মত হ্রাস পেতে পারে।

নাম[সম্পাদনা]

সাইমুমের অন্যন্য প্রচলিত বানান গুলো হলো "সামূন, সামুন, সাইমাউন, সাইমূন"। এই ঝড়ের অন্য নাম হিসেবে সামিয়েল (আরবি সাম অর্থ বিষাক্ত এবং তুর্কি ইয়েল অংশের অর্থ বাতাস)[১] ব্যবহৃত হয়।আরেক ধরনের সাইমুম মধ্য এশিয়াতে হয়ে থাকে যা গার্মশীল নামে পরিচিত।

এই নামের অর্থ হচ্ছে বিষাক্ত হাওয়া, এই নামকরনের কারণ হচ্ছে এর হঠাৎ করে সংঘটিত হওয়া সাইমুম হিট স্ট্রোকের কারণও বটে। এই বাতাসের সাথে আসা তাপ মানব শরীরের ঘাম ও বাষ্পীভবনের দ্বারা প্রশমিত হয় না, যা মানব দেহের জন্য বেশ ক্ষতিকর, এই বৈশিষ্ট্যের জন্য একে বিষাক্ত হাওয়া বলা হয়।

বিবরণ[সম্পাদনা]

দ্য নাট্যাল এনসাইক্লোপিডিয়ায় ঝড়টিকে বর্ণনা করা হয়েছে এভাবে—

ঝড়টি ধুলা-বালির মেঘ নিয়ে ঘূর্ণিঝড় (বৃত্তাকার) আকারে চলে এবং মানুষ ও প্রাণীদের উপর শ্বাসরোধী প্রভাব সৃষ্টি করে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "samyeli"Nişanyan Sözlük 
  2. জেমস উড (১৯০৭)। "Simoom"। The Nuttall Encyclopædia। লন্ডন ও নিউ ইয়র্ক: ফ্রেডরিক ওয়ার্ন। 

বহিঃসংযোগ[সম্পাদনা]