সপ্তম ভঙ্গি (যৌনাসন)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সপ্তম ভঙ্গি (The Seventh Posture) ব্রিটিশ জিওগ্রাফার স্যার রিচার্ড ফ্রান্সিস বার্টন এর প্রবর্তনকৃত একটি যৌনাসন। এই যৌনাসনের ধারণা তিনি দ্যা পারফিউমড গার্ডেন থেকে পেয়েছিলেন।

কৌশল[সম্পাদনা]

  1. নারী যৌনসঙ্গী যেকোন এককাত হয়ে শুয়ে থাকবেন এবং পুরুষ যৌনসঙ্গী তার দিকে ঘুরে থাকবেন।
  2. নারীর উরু দুই দিকে বিস্তৃত করা থাকবে৷ একটি পা পুরুষ যৌনসঙ্গীর হাত বা ঘাড়ে রাখতে পারে।
  3. অন্য পা টি মেঝে বা তাও যৌনসঙ্গীর ঘাড়ে রাখা যেতে পারে।

কিছু বিশ্লেষণ মতে এটি ব্যায়াম বা ক্রীড়াবিদদের জন্য সুবিধাজনক যৌনাসন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Hooper, Anne J., "Anne Hooper's Kama Sutra". DK Publishing. 1st ed., 1998. আইএসবিএন ১-৫৬৪৫৮-৬৪৯-৯.