সত্যসাধন চক্রবর্তী
সত্যসাধন চক্রবর্তী | |
---|---|
লোকসভার সাংসদ | |
কাজের মেয়াদ ১৯৮০ – ১৯৮৪ | |
পূর্বসূরী | দিলীপ চক্রবর্তী |
উত্তরসূরী | ভোলানাথ সেন |
নির্বাচনী এলাকা | কলকাতা দক্ষিণ |
পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা মন্ত্রী | |
কাজের মেয়াদ ১৯৯১ – ২০০৬ | |
পশ্চিমবঙ্গ বিধানসভা | |
কাজের মেয়াদ ১৯৯১ – ২০০৬ | |
পূর্বসূরী | সুভাস বসু |
উত্তরসূরী | মলয় কুমার সামন্ত |
নির্বাচনী এলাকা | চাকদহ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৩৩ হরিণা, কুমিল্লা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ১৬ জুন ২০১৮ (বয়স ৮৫) সল্টলেক, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
রাজনৈতিক দল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
প্রাক্তন শিক্ষার্থী | কলকাতা বিশ্ববিদ্যালয় |
সত্যসাধন চক্রবর্তী (১৯৩৩ – ১৬ জুন ২০১৮) ভারতের পশ্চিমবঙ্গের একজন শিক্ষায়তনিক ব্যক্তি, পাঠ্যপুস্তক লেখক ও রাজনীতিবিদ ছিলেন যিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি লোকসভা ও পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]সত্যসাধন চক্রবর্তী ১৯৩৩ সালে কুমিল্লার হরিণাতে জন্মগ্রহণ করেন।[১] তিনি বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।[২] পরবর্তীতে, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শিক্ষা সম্পন্ন করেন।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]সত্যসাধন চক্রবর্তী বিদ্যাসাগর কলেজের অধ্যাপক ছিলেন।[২] তিনি নিমাই প্রামাণিকের সাথে ভারতের শাসনব্যবস্থা ও রাজনীতি শিরোনামের একটি গ্রন্থ রচনা করেছেন।[৩] বইটি স্নাতক পর্যায়ে পাঠ্যপুস্তক হিসেবে পঠিত হয়ে থেকে।[২] এছাড়া, তিনি পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও সর্বভারতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।[৪]
সত্যসাধন চক্রবর্তী ১৯৮০ সালে কলকাতা দক্ষিণ থেকে লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হন।[৫] পরবর্তীতে, তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে চাকদহ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হন।[৬][৭][৮] তিনি ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[৪]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]সত্যসাধন চক্রবর্তী ১৯৬১ সালে শুক্লা চক্রবর্তীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[১] তাদের একটি কন্যা ছিল।
প্রয়াণ
[সম্পাদনা]সত্যসাধন চক্রবর্তী ২০১৮ সালের ১৬ জুন কলকাতার সল্টলেকে ৮৫ বছর বয়সে প্রয়াত হন।[৩][৯][১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Members Bioprofile"। Lok Sabha। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ ক খ গ "প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সত্যসাধন চক্রবর্তী, শোকের ছায়া রাজনৈতিক মহলে"। সংবাদ প্রতিদিন। ১৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ ক খ গ "রাজ্যের প্রাক্তন উচ্চ শিক্ষামন্ত্রী সত্যসাধন চক্রবর্তীর জীবনাবসান"। এই সময়। ১৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ ক খ "Former Bengal minister Satya Sadhan Chakraborty dead"। Business Standard। ১৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ "General Elections, 1980 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)। West Bengal। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- ↑ "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)। Constituency-wise Data। Election Commission। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।
- ↑ "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)। Constituency-wise Data। Election Commission। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।
- ↑ "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)। Constituency-wise Data। Election Commission। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।
- ↑ "প্রয়াত প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী সত্যসাধন চক্রবর্তী"। আনন্দবাজার পত্রিকা। ১৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ "Former Bengal minister passes away"। Outlook। ১৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ১৯৩৩-এ জন্ম
- ২০১৮-এ মৃত্যু
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- সপ্তম লোকসভার সদস্য
- ভারতীয় পাঠ্যপুস্তক লেখক
- পশ্চিমবঙ্গের ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর রাজনীতিবিদ
- কুমিল্লা জেলার রাজনীতিবিদ
- পশ্চিমবঙ্গের লোকসভা সদস্য
- পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিপরিষদের মন্ত্রী
- পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ১৯৯১-১৯৯৬
- পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ১৯৯৬-২০০১
- পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ২০০১-২০০৬
- কুমিল্লা জেলার ব্যক্তি