বিষয়বস্তুতে চলুন

শ্রীনগর লোকসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রীনগর লোকসভা কেন্দ্র
লোকসভা নির্বাচনী এলাকা
লাদাখ সহ জম্মু ও কাশ্মীরএর লোকসভা কেন্দ্রসমূহ ও ২ নং স্থানে শ্রীনগর
নির্বাচনী এলাকার বিবরণ
দেশভারত
রাজ্যজম্মু ও কাশ্মীর
বিধানসভা নির্বাচনী এলাকা১৫ টি
প্রতিষ্ঠিত১৯৬৭-বর্তমান
মোট নির্বাচক১,২০৭,২৩০ []
সংসদ সদস্য
১৮তম লোকসভা
শায়িত্ব
দলজম্মু ও কাশ্মীর জাতীয় সম্মেলন
নির্বাচিত বছর২০১৯

শ্রীনগর লোকসভা কেন্দ্রটি জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের ৫টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৬৭ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি অসংরক্ষিত আসন এবং মোট ১৫ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল উর্দু। এই লোকসভা কেন্দ্রে ২০১৯ সালে মোট ভোটার সংখ্যা ছিলো ১,২০৭,২৩০ জন।

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করেন। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি কাশ্মীরের সমগ্র বড়গাম, শ্রীনগরগণ্ডেরবাল জেলায় অবস্থিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত।[]

ইতিহাস

[সম্পাদনা]

শ্রীনগর লোকসভা কেন্দ্রে ১৯৬৭ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৯৯১ সালে জম্মু ও কাশ্মীর গণঅভ্যুত্থানের ফলে এখানে ভোটগ্রহণ পর্ব সফল হয় নি৷

বিধানসভা কেন্দ্র গুলি

[সম্পাদনা]

লোকসভা কেন্দ্রটি লাদাখ সহ জম্মু ও কাশ্মীর অঞ্চলের ৮৭ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কাশ্মীরে অবস্থিত মোট ১৫ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য জম্মু ও কাশ্মীরের বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ১৫ টি বিধানসভা কেন্দ্রে ইতিপূর্বে ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এই লোকসভা কেন্দ্রের একটিও বিধানসভা কেন্দ্র তফসিলী জাতি বা তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।[][]

কাঙ্গন বিধানসভা কেন্দ্র []

এই বিধানসভা কেন্দ্রটি লাদাখ সহ জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৬ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি গণ্ডেরবাল জেলায় অবস্থিত৷

গণ্ডেরবাল বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি লাদাখ সহ জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৭ নং বিধানসভা কেন্দ্র৷ এটি গণ্ডেরবাল জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

হজরতবাল বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি লাদাখ সহ জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৮ নং বিধানসভা কেন্দ্র৷ এটি শ্রীনগর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।

জড়িবাল বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি লাদাখ সহ জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯ নং বিধানসভা কেন্দ্র৷ এটি শ্রীনগর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

ঈদগাহ বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি লাদাখ সহ জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২০ নং বিধানসভা কেন্দ্র। এটি শ্রীনগর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

খন্যার বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি লাদাখ সহ জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২১ নং বিধানসভা কেন্দ্র। এটি শ্রীনগর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

হাব্বা কডাল বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি লাদাখ সহ জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২২ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি শ্রীনগর জেলায় অবস্থিত৷

আমীরা কডাল বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি লাদাখ সহ জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৩ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি শ্রীনগর জেলায় অবস্থিত৷

সোনওয়ার বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি লাদাখ সহ জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৪ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি শ্রীনগর জেলায় অবস্থিত৷

বাতমালু বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি লাদাখ সহ জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৫ নং বিধানসভা কেন্দ্র৷ এটি শ্রীনগর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

চাড়ুরা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি লাদাখ সহ জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৬ নং বিধানসভা কেন্দ্র৷ এটি বড়গাম জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।

বড়গাম বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি লাদাখ সহ জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৭ নং বিধানসভা কেন্দ্র৷ এটি বড়গাম জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

বীরবাহ বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি লাদাখ সহ জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৮ নং বিধানসভা কেন্দ্র। এটি বড়গাম জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

খানসাহেব বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি লাদাখ সহ জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৯ নং বিধানসভা কেন্দ্র। এটি বড়গাম জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

চরার ই শরীফ বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি লাদাখ সহ জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩০ নং বিধানসভা কেন্দ্র। এটি বড়গাম জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৮ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২১ 
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)The Election Commission of India। ১৭ ডিসেম্বর ২০১৮। পৃষ্ঠা 30। ৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯ 
  3. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Jammu and Kashmir"। Chief Electoral Officer, Jammu and Kashmir। ২০০৮-১২-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০২ 
  4. http://ceojammukashmir.nic.in/Assembly_Constituencies.htm
  5. https://www.elections.in/jammu-and-kashmir/polling-stations/kangan.html

টেমপ্লেট:জম্মু ও কাশ্মীরের লোকসভা কেন্দ্র