শেখ সাইদুল হক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক
শেখ সাইদুল হক
সংসদ সদস্য, লোকসভা
কাজের মেয়াদ
২০০৯-২০১৪
সংসদীয় এলাকাবর্ধমান-দুর্গাপুর, পশ্চিমবঙ্গ[১]
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1954-06-28) ২৮ জুন ১৯৫৪ (বয়স ৬৯).[১]
গ্রাম জাগুলিপাড়া, পূর্ব বর্ধমান, (পশ্চিমবঙ্গ)।
নাগরিকত্ব India
জাতীয়তা India
রাজনৈতিক দলCommunist Party of India (Marxist)[১]
দাম্পত্য সঙ্গীMrs. Jharna Haque
সন্তান1 son & 1 daughter.
পিতামাতাMr. SK Namder Haque (Father),
Mrs. Nasera Bibi (Mother)
বাসস্থানবর্ধমান এবং নয়া দিল্লি[১]
প্রাক্তন শিক্ষার্থীবর্ধমান রাজ কলেজ.[১]
জীবিকাঅধ্যাপক &
রাজনীতিবিদ.[১]
কমিটিএকাধিক কমিটির সদস্য

অধ্যাপক শেখ সাইদুল হক একজন অধ্যাপক, ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের পঞ্চদশ লোকসভার সংসদ সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) রাজনৈতিক দলের সদস্য।

হক মওলাবাদ এবং মুসলিম জনমানস (মৌলবাদ এবং মুসলিম মানসিকতা) একটি বইও প্রকাশ করেছেন।

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

সাইদুল হক পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার গলসি ১ ব্লকের জাগুলিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পারাজ হাইস্কুল থেকে তার স্কুলে পড়াশোনা হয়েছে। তিনি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রাজ কলেজ থেকে শিক্ষা সমাপ্ত করেন। হক বি.এড. এমএ এবং ডি লিট ডিগ্রি অর্জন করেছেন। তিনি পেশায় একজন অধ্যাপক

রাজনৈতিক পেশা[সম্পাদনা]

বর্ধমান রাজ কলেজের একজন অধ্যাপক হিসাবে, তিনি জেলা WEBCUTA (ওয়েস্ট বেঙ্গল কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি) এর একজন নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তিনি WBDWAA (ওয়েস্ট বেঙ্গল রাইটার্স অ্যান্ড আর্টিস্টস অ্যাসোসিয়েশন) এর জেলা কমিটির সদস্যও ছিলেন এবং গলসি ব্লকে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন সংগঠিত করার সাথে জড়িত ছিলেন। এছাড়াও তিনি জেলার সাক্ষরতা অভিযানের একটি অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তিনি গলসি-১ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাইদুল হক বর্ধমান-দুর্গাপুর আসনের প্রথম ও বর্তমান সংসদ সদস্য ; যা ২০০৯ সাল থেকে অস্তিত্ব লাভ করে

অধিষ্ঠিত পদ[সম্পাদনা]

# থেকে পর্যন্ত অবস্থান
০১ ২০০১ ২০০৯ চেয়ারম্যান, জেলা প্রাথমিক শিক্ষা পরিষদ, বর্ধমান, পশ্চিমবঙ্গ
০২ ২০০৯ ২০১৪ সদস্য, পঞ্চদশ লোকসভা
০৩ ২০০৯ ২০১৪ সদস্য, বাণিজ্য কমিটি
০৪ ২০০৯ ২০১৪ সদস্য, সংখ্যালঘু বিষয়ক পরামর্শক কমিটি
০৫ ২০১৩ ২০১৪ সদস্য, হাউস কমিটি

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Member Profile"। Lok Sabha website। সংগ্রহের তারিখ জানুয়ারি ৬, ২০১৪