শাকল শাখা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শাকল শাখা (সংস্কৃত: शाकल शाखा; আইএএসটি: Śākala Śākha), ঋগ্বেদের একমাত্র টিকে থাকা শাখা। শাকল ঐতিহ্য প্রধানত মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, ওড়িশা, তামিলনাড়ুউত্তরপ্রদেশে অনুসরণ করা হয়। পতঞ্জলির মহাভাষ্য ঋগ্বেদের ২১টি শাখাকে নির্দেশ করে; যাইহোক, শৌনকের কারণ-ব্যূহ অনুসারে ঋগ্বেদের জন্য পাঁচটি শাখা আছে, শাকল, বাশকল, অশ্বলায়ন, শঙ্খায়ন ও মাণ্ডুকায়ান যার মধ্যে শুধুমাত্র শঙ্কল এবং অতি অল্প সংখ্যক অকাল। এই পাঠ্যের একমাত্র সম্পূর্ন রিসেনশন যা আজকে জানা যায় তা হল শাকল দর্শনের।[১] যতদূর ঋগ্বেদ সংশ্লিষ্ট ২১টির মধ্যে শুধুমাত্র শাকল শাখা সংরক্ষিত আছে যা এক সময়ে বিদ্যমান ছিল। দাবি আছে যে শানখায়ন শাখা এখনও উত্তর প্রদেশ ও গুজরাটের কিছু বেদপাঠীর কাছে পরিচিত কিন্তু এটি নিশ্চিত নয়।[২]

শাকল সাখার প্রধান সংহিতা হল শাকল সংহিতা এবং সংশ্লিষ্ট ব্রাহ্মণ হল ঐতরেয় ব্রাহ্মণ। শাকল শাখার প্রধান উপনিষদ হল ঐতরেয় উপনিষদ। শাকল শাখার জন্য শ্রৌতসূত্র হল আশ্বলায়ন শ্রৌতসূত্র এবং গৃহ্যসূত্র হল আশ্বলায়ন গৃহ্যসূত্র। শাকাল শাখার আরণ্যক হল ঐতরেয় আরাণ্যক।[৩][১][৪][১][৫][৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dalal 2014, পৃ. 18।
  2. Kireet Joshi (১৯৯১)। The Veda and Indian Culture: An Introductory Essay। Motilal Banarsidass Publications। পৃষ্ঠা 91। আইএসবিএন 9788120808898 
  3. Dalal 2014, পৃ. 61।
  4. Laurie L. Patton (২৭ জুন ২০০৫)। Bringing the Gods to Mind: Mantra and Ritual in Early Indian Sacrifice। University of California Press। পৃষ্ঠা 200। আইএসবিএন 9780520930889। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০০৫ 
  5. Hermann Oldenberg, trans., Max Müller, ed. Sacred Books of the East Vol. XXIX, "The Grihya-sûtras, rules of Vedic domestic ceremonies", part 1, Oxford, The Clarendon press 1886
  6. Hermann Oldenberg, trans., Max Müller, trans. Sacred Books of the East Vol. XXX, "The Grihya-sûtras, rules of Vedic domestic ceremonies", part 2, Oxford, The Clarendon press 1892

উৎস[সম্পাদনা]