বিষয়বস্তুতে চলুন

শঙ্কর রায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শঙ্কর রায়
জাতীয়তাবাংলাদেশি
পরিচিতির কারণগ্রন্থকার
পুরস্কারএকুশে পদক (২০২০)

শঙ্কর রায় একজন বাংলাদেশি গ্রন্থকার।[] তিনি সঙ্গীতের স্বরলিপি এবং সঙ্গীত বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকারে তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।[]

গ্রন্থসমূহ

[সম্পাদনা]

শঙ্কর রচিত ও সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে:

  • প্রাথমিক রাগমালা (সঙ্গীতের স্বর পরিচয়)
  • শ্রেষ্ঠ সঙ্গীত সংগ্রহ
  • শ্রেষ্ঠ দেশাত্মবোধক গানের স্বরলিপি
  • রাগ ‍মিনতি
  • শ্রেষ্ঠ রবীন্দ্র সঙ্গীত স্বরলিপি
  • ভারতীয় প্রিয় আধুনিক গানের স্বরলিপি
  • শ্রেষ্ঠ আধুনিক গানের স্বরলিপি
  • সুনির্বাচিত রবীন্দ্র সঙ্গীত স্বরলিপি
  • শ্রেষ্ঠ লোক সঙ্গীতের স্বরলিপি
  • লোকসঙ্গীতের স্বরলিপি
  • ছোটদের রাগ অঞ্জলি (সঙ্গীত শিক্ষা :প্রথম পাঠ)
  • নির্বাচিত আধুনিক গানের স্বরলিপি
  • রবীন্দ্র সঙ্গীত স্বরলিপি
  • সোনামণিদের ছড়া গান শিক্ষা
  • রবীন্দ্র সঙ্গীতের প্রিয় গানের স্বরলিপি
  • বাংলাদেশের শ্রেষ্ঠ আধুনিক গানের স্বরলিপি
  • নির্বাচিত রবীন্দ্র সঙ্গীত স্বরলিপি
  • রবীন্দ্র সঙ্গীত স্বরলিপি-প্রথম খণ্ড
  • রাগ মিনতি (সহজ উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা)
  • পল্লীগীতির স্বরলিপি
  • প্রাথমিক রাগ মালা (সঙ্গীতের স্বর পরিচয়)
  • ভারতীয় আধুনিক গানের স্বরলিপি
  • জনপ্রিয় গানের স্বরলিপি
  • ছোটদের স্বরলিপি সারেগামা
  • নির্বাচিত পল্লীগীতি
  • নির্বাচিত দেশাত্মাবোধক গানের স্বরলিপি
  • সহজ হারমোনিয়াম শিক্ষা
  • বাংলাদেশের আধুনিক গানের স্বরলিপি
  • পল্লী গীতির স্বরলিপি
  • চুক আর গেক

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Music no less a subject at book fair"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১২ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি চিকিৎসা বিজ্ঞানী ডা. সায়েবা"যুগান্তর। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০