বিষয়বস্তুতে চলুন

লালগড়

স্থানাঙ্ক: ২২°৩৫′ উত্তর ৮৭°০৩′ পূর্ব / ২২.৫৮° উত্তর ৮৭.০৫° পূর্ব / 22.58; 87.05
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লালগড়
ব্লক সদর
লালগড় পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
লালগড়
লালগড়
লালগড় ভারত-এ অবস্থিত
লালগড়
লালগড়
ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৫′ উত্তর ৮৭°০৩′ পূর্ব / ২২.৫৮° উত্তর ৮৭.০৫° পূর্ব / 22.58; 87.05
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাঝাড়গ্রাম
সরকার
 • শাসকগ্রাম পঞ্চায়েত
ভাষা
 • সরকারিবাংলা, ইংরেজি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডআই-ডব্লিউবি
যানবাহন নিবন্ধনডব্লিউবি 49/50
ওয়েবসাইটwb.gov.in

লালগড় বর্তমান ঝাড়গ্রাম (অবিভক্ত মেদিনীপুর জেলার)জেলার একটি গ্রাম। গ্রামটি ভারতীয় রাষ্ট্রের পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়গ্রাম জেলা অন্তর্গত ঝাড়গ্রাম মহকুমার বিনপুর-১ সমষ্টি উন্নয়ন ব্লকের অধীনস্থ। লালগড় বিনপুর-১ সমষ্টি উন্নয়ন ব্লকের সদর দফতর। গ্রামটি থেকে প্রায় ৪৫টির নিকটতম গুরুত্বপূর্ণ স্টেশন  মেদিনীপুর রেল স্টেশনটি অবস্থিত। ঝাড়গ্রাম জেলা সদর থেকে ১৮ কি.মি।

লালগড় ২০০৮ সালের নভেম্বরের শুরুতে গণমাধ্যমের নজরে আসে। গেরিলা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মাওবাদী) (ভারতে সন্ত্রাসী দল হিসাবে নিষিদ্ধ),[] পুলিশ সদস্য এবং ভারতের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর ক্যাডারদের বিরুদ্ধে একটি বিশাল লড়াই শুরু করেছিল। ২০০৯ সালের জুনে ভারতীয় সুরক্ষা বাহিনী গ্রামে মাওবাদীদের বিরুদ্ধে লালগড় অপারেশন শুরু করে।

জনসংখ্যা

[সম্পাদনা]

২০১১ অনুযায়ী ভারতের আদমশুমারি অনুসারে লালগড়ের মোট জনসংখ্যা ছিল ৪,৪৩৩ জন যার মধ্যে ২,২৫৯ (৫১%) পুরুষ এবং ২,১৭৪ জন (৪৯%) মহিলা ছিলেন। ৬ বছরের কম বয়স্কের সংখ্যা ছিল ৪৫৫ জন। লালগড়ের মোট সাক্ষরতার সংখ্যা ছিল ৩,২০৯ জন (৬ বছরের বেশি বয়স্কের সংখ্যার ছিল ৭২.৩৯%) এখন লালগড়ের জনসংখ্যা ৫০০০ এর বেশি সেই হিসেবে লালগড় এখন একটি Census Town। ।[]

সমষ্টি উন্নয়ন ব্লকের সদরদপ্তর

[সম্পাদনা]

বিনপুর-১ সিডি ব্লকের সদর দফতর লালগড়ে অবস্থিত।[]

বিনপুর -১ সিডি ব্লক লালগড় থানার এখতিয়ার রয়েছে।[][]

অর্থনীতি

[সম্পাদনা]

এখানকার মানুষের প্রধান পেশা হলো - কৃষিকাজ ও ব্যাবসা ১৯৭৭ থেকে ২০০২ সালের মধ্যে বামফ্রন্ট সরকারের ভূমি সংস্কার কর্মসূচির আওতায় সরকারের পক্ষ থেকে ৭৫% শতাংশেরও বেশি পরিবারকে জমি দেওয়া হয়েছে। কিন্তু এখনো দারিদ্র্য বিদ্যমান।[]

লালগড় অভিযান

[সম্পাদনা]

২০০৮ সালের নভেম্বরে পুলিশী বর্বরতার খবর প্রকাশের পর ক্ষুব্ধ আদিবাসী গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে এবং এই এলাকায় পুলিশ ও আধা-সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করে। সরকার মনে করেছিল যে আন্দোলনটি মাওবাদী গেরিলা এজেন্টদের দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। ১৮ জুন ২০০৯ সালে তাদের লালগড় অভিযান শুরু না করা পর্যন্ত মাওবাদীরা আট মাস ধরে গ্রাম ও তার আশেপাশের অঞ্চল নিয়ন্ত্রণ করেছিল।


যোগাযোগ

যোগাযোগ[]

[সম্পাদনা]

লালগড়ের যোগাযোগের প্রধান মাধ্যম হল সড়ক পথ সড়কপথের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের সাথে লালগড়ের যোগাযোগ ব্যাবস্থা আছে।এখান থেকে মেদিনীপুর রুটে ও ঝাড়গ্রাম রুটে অসংখ্য বাস চলাচল করে। এছাড়া হাওড়া,দুর্গাপুর,বাঁকুড়া,হলদিয়া,দিঘা বিভিন্ন রুটের বাস চলাচল করে।

শিক্ষা

[সম্পাদনা]

লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়(উঃমা)

লালগড় সারদামনি বালিকা বিদ্যালয়(উঃমা)

সরকারি ITI

লালগড় মডেল স্কুল

লালগড় সারদেশ্বরী আংশিক বুনিয়াদি বিদ্যালয়

বাঘাকুলি প্রাথমিক বিদ্যালয়

চুনপাড়া প্রাথমিক বিদ্যালয়

Lalgarh Government College

লালগড় সরকারী কলেজ ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এটি বাংলা, সাঁওতালি, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের অনার্স এবং বিএ ও বিএসসি (জৈব বিজ্ঞান) এর সাধারণ কোর্সে পড়ানো হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Centre Declares CPI(Maoist) a Terrorist Organisation"। ২০১১-১০-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 
  2. "2011 Census – Primary Census Abstract Data Tables"West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৬ 
  3. "District Census Handbook: Paschim Medinipur" (পিডিএফ)Map of Paschim Medinipur with CD Block HQs and Police Stations (on the fifth page)। Directorate of Census Operations, West Bengal, 2011। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৬ 
  4. "District Statistical Handbook 2014 Paschim Medinipur"Tables 2.1, 2.2। Department of Statistics and Programme Implementation, Government of West Bengal। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৬ 
  5. "District at a Glance"। Paschim Medinipur District Police। ২৭ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৬ 
  6. "Lalgarh: is it liberated or ruled by fear?"The Hindu। Chennai, India। ২০০৯-০৬-২৬। ২০০৯-০৬-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 
  7. –., ওলরিক,। মিঃ এক্সের সাথে খেলা-একটি আদিরসাত্মক ছোট গল্পআইএসবিএন 978-87-26-24175-4ওসিএলসি 1157209003 

বহিঃসংযোগ

[সম্পাদনা]