লাভ (চলচ্চিত্র)
লাভ | |
---|---|
![]() নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত পোস্টার | |
পরিচালক | সুধাংশু সারিয়া |
প্রযোজক | সুধাংশু সারিয়া আরফি লাম্বা ক্যাথারিনা সাকেল জসলিন মারওয়া |
চিত্রনাট্যকার | সুধাংশু সারিয়া |
শ্রেষ্ঠাংশে | ধ্রুব গণেশ শিব পণ্ডিত সিদ্ধার্থ মেনন |
সুরকার | টনি কক্কর |
চিত্রগ্রাহক | শেরি কৌক |
সম্পাদক | নীতেশ ভাটিয়া |
প্রযোজনা কোম্পানি | বম্বে বার্লিন ফিল্ম প্রোডাকশনস ফোর লাইন ফিল্মস |
পরিবেশক | নেটফ্লিক্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ৯২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা |
|
নির্মাণব্যয় | ১০ লক্ষ মার্কিন ডলার (প্রায়) |
লাভ (ইংরেজি বানান: Loev, উচ্চারণ: লাভ; অনুবাদ: ভালোবাসা) হল সুধাংশু সারিয়া রচিত ও পরিচালিত এবং ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় প্রণয়ধর্মী ড্রামা চলচ্চিত্র। ছবিটিতে মুখ্য ভূমিকায় দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেন ধ্রুব গণেশ ও শিব পণ্ডিত। ছবির মূল উপজীব্য এক সপ্তাহান্তে এই দুই বন্ধুর পশ্চিমঘাট পর্বতমালা ভ্রমণ এবং সেখানে তাদের পারস্পরিক জটিল আবেগপ্রবণ ও যৌন সম্পর্কের উপর আলোকপাত। এটিই ধ্রুব গণেশ অভিনীত শেষ চলচ্চিত্র; ছবিটি মুক্তির আগেই তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা যান। সিদ্ধার্থ মেনন ও ঋষভ চড্ডা এই ছবিতে দু’টি পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। ছবির শিরোনামটি ইংরেজি love শব্দের উদ্দেশ্যপ্রণোদিত অশুদ্ধিকরণ।
সুধাংশু সারিয়া তাঁর মুক্তি না পাওয়া ছবি আই অ্যাম হিয়ার-এর খসড়া প্রস্তুত করতে করতেই নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে প্রচুর উপাদান সংগ্রহ করে লাভ ছবির চিত্রনাট্য রচনা করেন। ছবিটির গ্রহণযোগ্যতা সম্পর্কে তাঁর সন্দেহ থাকলেও আরফি লাম্বা ও ক্যাথারিন সাকেল ছবিটি প্রযোজনা করতে এগিয়ে আসেন। ছবির প্রিন্সিপল ফোটোগ্রাফির কাজ চলে মহাবালেশ্বর, উপদ্বীপীয় ভারতের পশ্চিমঘাট পর্বতমালা ও মুম্বইতে। ২০১৪ সালের গ্রীষ্মে ১৬ দিনে সিনেম্যাটোগ্রাফার শেরি কৌক ২কে রেজোলিউশনে ছবিটি শ্যুট করেন। ক্রাউডফান্ডিং ও খরচ কমানোর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে মাত্র দশ লক্ষ মার্কিন ডলারের বাজেটে ছবিটি নির্মিত হয়।
২০১৫ সালে এস্তোনিয়ায় টলইন ব্ল্যাক নাইটস চলচ্চিত্র উৎসবে ছবিটির বিশ্ব প্রিমিয়ার আয়োজিত হয়। ২০১৬ সালে সাউথ বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসবে ছবিটির উত্তর আমেরিকান প্রিমিয়ার আয়োজিত হয়। সেই বছরই মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতে ছবিটির প্রথম প্রিমিয়ার আয়োজিত হয়। প্রতিটি উৎসবেই ছবিটি সমালোচক ও দর্শকমণ্ডলীর প্রশংসা অর্জন করে। বিশেষভাবে প্রশংসিত হয় ছবির চিত্রনাট্য এবং শিব পণ্ডিত ও ধ্রুব গণেশের অভিনয়। ছবিটিতে ভারতের সমকামী সম্পর্কের অগতানুগতিক ও নতুন দিকগুলি তুলে ধরা হয়েছে, ভাষ্যকারগণ তারও প্রশংসা করেন। ২০২৬ সালে তেল আবিব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাভ ছবিটি শ্রেষ্ঠ কাহিনিচিত্র বিভাগে অডিয়েন্স অ্যাওয়ার্ড জয় করে। ২০১৭ সালের ১ মে নেটফ্লিক্সে ছবিটি মুক্তি পায়।
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]বছর | পুরস্কার | বিভাগ | প্রাপক ও মনোনয়ন | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০১৫ | টলইন ব্ল্যাক নাইটস চলচ্চিত্র উৎসব | ট্রাইডেন্টস অ্যাওয়ার্ড (ফার্স্ট ফিচার) | লাভ | মনোনীত | [১] |
২০১৬ | গুয়াদালাজারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব | শ্রেষ্ঠ কাহিনিচিত্র | লাভ | মনোনীত | [২] |
ফ্রেমলাইন চলচ্চিত্র উৎসব | শ্রেষ্ঠ কাহিনিচিত্র (জুরি) | লাভ | মনোনীত | [৩] | |
এটিঅ্যান্ডটি অডিয়েন্স অ্যাওয়ার্ড | লাভ | বিজয়ী | |||
এসএক্সএসডব্লিউ চলচ্চিত্র উৎসব | ভিসনস (অডিয়েন্স অ্যাওয়ার্ড) | লাভ | মনোনীত | [৪] | |
তেল আবিব চলচ্চিত্র উৎসব | অডিয়েন্স অ্যাওয়ার্ড – শ্রেষ্ঠ কাহিনিচিত্র | লাভ | বিজয়ী | [৫] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;namrata
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "এফআইসিজি৩১ অ্যানাউন্সেস ইটস অফিসিয়াল কম্পিটিটিভ সিলেকশন ফর প্রেমিও ম্যাগ্যু ইভোলিউশন"। গুয়াদালাজারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৩ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৮।
- ↑ "লাভ"। ফ্রেমলাইন চলচ্চিত্র উৎসব। ১৩ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৮।
- ↑ "লাভ"। সাউথ বাই সাউথওয়েস্ট। ১৩ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৮।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;kerala
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে লাভ (ইংরেজি)
- রটেন টম্যাটোসে Loev (ইংরেজি)
- ২০১৫-এর চলচ্চিত্র
- ২০১৫-এর রোম্যান্টিক ড্রামা চলচ্চিত্র
- ইংরেজি ভাষার ভারতীয় চলচ্চিত্র
- মহারাষ্ট্রের প্রেক্ষাপটে চলচ্চিত্র
- পুরুষ সমকামিতা-সংক্রান্ত চলচ্চিত্র
- ভারতীয় রোড ড্রামা চলচ্চিত্র
- ভারতীয় চলচ্চিত্র
- ভারতীয় স্বাধীন চলচ্চিত্র
- ভারতীয় এলজিবিটি-সংক্রান্ত চলচ্চিত্র
- ভারতীয় রোম্যান্টিক ড্রামা চলচ্চিত্র
- এলজিবিটি-সংক্রান্ত রোম্যান্টিক ড্রামা চলচ্চিত্র
- ২০১০-এর দশকের হিন্দি ভাষার চলচ্চিত্র
- ২০১৫-এর স্বাধীন চলচ্চিত্র
- মহারাষ্ট্রের পটভূমিতে চলচ্চিত্র
- সমকামী পুরুষ সম্পর্কিত চলচ্চিত্র
- ভারতীয় এলজিবিটিকিউ সম্পর্কিত চলচ্চিত্র
- ভারতীয় প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র