রোমানিয়া জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোমানিয়া অনূর্ধ্ব-২৩
দলের লোগো
ডাকনামত্রিকলরি
অ্যাসোসিয়েশনরোমানীয় ফুটবল ফেডারেশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচমিরেল রাদোই
অধিনায়কমারিউস মারিন
মাঠবিভিন্ন
ফিফা কোডROU
ওয়েবসাইটwww.frf.ro
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
গ্রীষ্মকালীন অলিম্পিক
অংশগ্রহণ৪ (১৯২৪-এ প্রথম)
সেরা সাফল্য৫ম স্থান ১৯৬৪

রোমানিয়া জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (ইংরেজি: Romania national under-23 football team; যা রোমানিয়া অলিম্পিক ফুটবল দল অথবা রোমানিয়া অনূর্ধ্ব-২৩ নামেও পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে রোমানিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২৩ দল, যার সকল কার্যক্রম রোমানিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা রোমানীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[১]

ত্রিকলরি নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মিরেল রাদোই এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন পিসার মধ্যমাঠের খেলোয়াড় মারিউস মারিন। রোমানিয়া অনূর্ধ্ব-২৩ এপর্যন্ত ৪ বার গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৬৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে পঞ্চম স্থান অধিকার করা।[২]

মিহাই আইয়োয়ানি, রিকার্দো গ্রিগোরে, মার্কো দুলকা, মারিউস মারিন এবং আন্দ্রি সিন্তেয়ানের মতো খেলোয়াড়গণ রোমানিয়ার অনূর্ধ্ব-২৩ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

প্রতিযোগিতামূলক তথ্য[সম্পাদনা]

গ্রীষ্মকালীন অলিম্পিক[সম্পাদনা]

গ্রীষ্মকালীন অলিম্পিক
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
ফ্রান্স ১৯০০ অংশগ্রহণ করেনি
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯০৪
যুক্তরাজ্য ১৯০৮
সুইডেন ১৯১২
বেলজিয়াম ১৯২০
ফ্রান্স ১৯২৪ ১৬ দলের পর্ব ১৪তম
নেদারল্যান্ডস ১৯২৮ উত্তীর্ণ হয়নি
জার্মানি ১৯৩৬
যুক্তরাজ্য ১৯৪৮
ফিনল্যান্ড ১৯৫২ প্রাথমিক পর্ব
অস্ট্রেলিয়া ১৯৫৬ উত্তীর্ণ হয়নি
ইতালি ১৯৬০
জাপান ১৯৬৪ কোয়ার্টার-ফাইনাল ৫ম
মেক্সিকো ১৯৬৮ উত্তীর্ণ হয়নি
পশ্চিম জার্মানি ১৯৭২
কানাডা ১৯৭৬
সোভিয়েত ইউনিয়ন ১৯৮০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৮৪
দক্ষিণ কোরিয়া ১৯৮৮
স্পেন ১৯৯২
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৬
অস্ট্রেলিয়া ২০০০
গ্রিস ২০০৪
চীন ২০০৮
যুক্তরাজ্য ২০১২
ব্রাজিল ২০১৬
জাপান ২০২০ অনির্ধারিত
মোট কোয়ার্টার-ফাইনাল ৩/২৬ ১৩ ১৪

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Romania Olympic Team - Club profile"Transfermarkt। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৯ 
  2. "27 mai 1924 - România debutează în competiţia de fotbal de la Jocurile Olimpice" (Romanian ভাষায়)। Antena 3। ২৭ মে ২০১২। 

বহিঃসংযোগ[সম্পাদনা]