বিষয়বস্তুতে চলুন

রেহাম খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেহাম খান
ریحام خان
জন্ম
রেহাম নেয়ার খান[]

(1973-04-03) ৩ এপ্রিল ১৯৭৩ (বয়স ৫১)[][][]
নাগরিকত্বব্রিটিশ এবং পাকিস্তানি
মাতৃশিক্ষায়তনজিন্নাহ কলেজ ফর উইমেন
পেশাসাংবাদিক
কর্মজীবন২০০৭–বর্তমান
দাম্পত্য সঙ্গীইজাজ রেহমান (বি. ১৯৯৩; বিবাহবিচ্ছেদ ২০০৫)[]
ইমরান খান (বি. ২০১৫; বিবাহবিচ্ছেদ ২০১৫)[] মির্জা বিলাল (বি. ২০২২)
সন্তান
পিতা-মাতানেয়ার রমজান (পিতা)[]
আত্মীয়আব্দুল হাকিম খান (চাচা)
ওয়েবসাইটwww.rehamkhanofficial.com

রেহাম নেয়ার খান (উর্দু/পশতু: ریحام نیئر خان; জন্ম ৩ এপ্রিল ১৯৭৩) একজন ব্রিটিশ পাকিস্তানি[] সাংবাদিক, লেখক এবং চলচ্চিত্র নির্মাতা। তার জন্ম পাকিস্তানে্খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাফা নামক শহরে।[][] তিনি ইমরান খানে্য প্রাক্তন স্ত্রী, যিনি ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। রেহাম খানের আত্মজীবনী তার স্মৃতিকথা ২০১৮ সালের পাকিস্তানি সাধারণ নির্বাচন|২০১৮ সালের সাধারণ নির্বাচনের কিছু আগে প্রকাশিত হয়, যা ইমরান খানের রাজনৈতিক অবস্থানে নেতিবাচক প্রভাব ফেলার চেষ্টা হিসেবে বিবেচিত হয়েছিল।[] ২৩ ডিসেম্বর ২০২২ তারিখে রেহাম খান মির্জা বিলালকে বিয়ে করেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

রেহাম খান একজন পাকিস্তানি চিকিৎসক নেয়ার রমজানের মেয়ে।[১০] তিনি পশতুন জাতিগোষ্ঠীর অন্তর্গত এবং লুঘমানি সারখেলি গোত্রের সদস্য। এটি স্বাতি উপজাতির একটি উপগোত্র।[] রেহাম চারটি ভাষায় পারদর্শী: ইংরেজি, উর্দু, পশতু এবং তার পূর্বপুরুষদের ভাষা হিন্দকো[১১] তার পরিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের মনসেহরার পশ্চিমে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত বাফা শহর থেকে এসেছেন।[১২] তার বাবা-মা ১৯৬০-এর দশকের শেষ দিকে লিবিয়ায় চলে যান, এবং রেহামের জন্ম হয় ১৯৭৩ সালে আজদাবিয়া শহরে। তার এক ভাই এবং এক বোন রয়েছে।[]

রেহামের চাচা আব্দুল হাকিম খান খাইবার পাখতুনখোয়া প্রদেশের সাবেক গভর্নর এবং পেশাওয়ার উচ্চ আদালতের সাবেক প্রধান বিচারপতি ছিলেন।[১৩]

রেহাম পেশাওয়ার শহরের জিন্নাহ কলেজ ফর উইমেন থেকে শিক্ষা বিষয়ে স্নাতক উপাধি অর্জন করেছেন।[১৪]

রেহাম ১৯ বছর বয়সে তার প্রথম চাচাতো ভাই ইজাজ রেহমান (অন্য বানান: ইজাজ), একজন ব্রিটিশ মনোরোগ বিশেষজ্ঞকে বিয়ে করেন। তাদের বিবাহবিচ্ছেদের পর, রেহাম একজন সম্প্রচার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন।[] তাদের তিন সন্তান রয়েছে, যারা বিচ্ছেদের পর থেকে রেহামের সঙ্গে বসবাস করছে।[১৫][১৬][১৭]

২০১৫ সালের ৬ জানুয়ারি, ইমরান খান রেহামের সঙ্গে তার বিয়ে নিশ্চিত করেন। তবে একই বছরের ৩০ অক্টোবর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।[][১৮][১৯]

২০২২ সালের ২ জানুয়ারি, রেহাম টুইটার-এ প্রকাশ করেন যে, তিনি ইসলামাবাদে একটি বন্দুক হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান। তিনি জানিয়েছিলেন যে তার গাড়িতে গুলি চালানো হয় এবং দুই বন্দুকধারী মোটরসাইকেলে এসে তার গাড়িকে হুমকি দেয়।[২০]

রেহাম তার পেশাগত জীবন শুরু করেন ২০০৬ সালে, লিগাল টিভিতে শো উপস্থাপনার মাধ্যমে। ২০০৭ সালে তিনি হারেফোর্ড এবং উর্স্টার এর সানশাইন রেডিওতে উপস্থাপনা শুরু করেন।[২১] ২০০৮ সালে, রেহাম বিবিসিতে যোগ দেন এবং আবহাওয়া উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন।

২০১৩ সালে, রেহাম পাকিস্তানে আসেন এবং পাকিস্তানি নিউজ চ্যানেল *নিউজ ওয়ান*-এ যোগ দেন। পরবর্তীতে, তিনি *আজ টিভি*-তে কাজ করেন। ২০১৪ সালে, পিটিভিতে একটি সংক্ষিপ্ত সময়ের কাজ শেষে, তিনি ডন নিউজ-এ যোগ দেন এবং ইন ফোকাস নামে একটি বর্তমান ঘটনা ভিত্তিক শো উপস্থাপনা শুরু করেন। ২০১৫ সালের শুরুর দিকে সাময়িক বিরতির পর, তিনি ডন নিউজে একটি নতুন শো নিয়ে ফিরে আসেন। দ্য রেহাম খান শো, যা পাকিস্তানি নায়কদের উদযাপন করে, মে ২০১৫-তে শুরু হয়।[২২] ডিসেম্বর ২০১৫-তে, তিনি তাবদিলি নামে একটি নতুন টক শো শুরু করেন, যা নিও টিভিতে প্রচারিত হয়। তাবদিলি (পরিবর্তন) হলো তার প্রাক্তন স্বামী ইমরান খানের একটি রাজনৈতিক স্লোগান।[২৩] জুন ২০১৬-তে, রেহাম নিও টিভি ছেড়ে দেন।

রেহাম একটি পাকিস্তানি চলচ্চিত্র জানান প্রযোজনা করেছেন। এটি একটি রোমান্টিক কমেডি, যা সোয়াতে চিত্রায়িত হয়েছে এবং ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর ঈদুল আযহার সময় মুক্তি পায়।[২৪]

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "রেহাম খান: হাজারা থেকে বানিগালা"। ৮ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৫ 
  2. "ইমরান খান পরিবারের আপত্তি সত্ত্বেও রেহাম খানকে বিয়ে করলেন"। ৩১ ডিসেম্বর ২০১৫। ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৫ 
  3. "ইমরান খান পরিবারের আপত্তি সত্ত্বেও রেহাম খানকে বিয়ে করলেন"। Shafaqna। ৩১ ডিসেম্বর ২০১৪। ৯ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৫ 
  4. "গোপনে বিবিসি আবহাওয়া উপস্থাপিকাকে বিয়ে করেছেন ইমরান খান"। ৩১ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৫ 
  5. "পারস্পরিক সম্মতিতে ইমরান এবং রেহামের বিচ্ছেদ"Dawn। Pakistan। ৩০ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৫ 
  6. Kokra, Sonali (২৬ আগস্ট ২০১৮)। "ইমরান 'ভুল মহিলাকে বেছে নিয়েছেন': প্রাক্তন স্ত্রী রেহাম খানের আত্মজীবনী নিয়ে মন্তব্য"thenational.ae। ১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  7. Selby, Jenn (১৬ জানুয়ারি ২০১৫)। "রেহাম খান: পাকিস্তানে বিতর্ক ছড়িয়েছে কারণ প্রাক্তন বিবিসি উপস্থাপককে সসেজ রান্না করতে দেখা গেছে"। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৬ 
  8. "রেহাম খানের বই যুক্তরাজ্যে পেপারব্যাকে উপলব্ধ"দ্য নিউজ (পাকিস্তান)। ১২ জুলাই ২০১৮। রেহামের বই আজ অনলাইনে প্রকাশিত হয়েছে, যা সামাজিক মাধ্যমে বিতর্ক উস্কে দিয়েছে। অনেকে বলছেন, পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের পক্ষে তিনি এটি করছেন যাতে ২৫ জুলাইয়ের নির্বাচনের আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা যায়। 
  9. "'অবশেষে এমন একজন পুরুষ পেলাম, যাকে আমি বিশ্বাস করি' : ইমরান খানের প্রাক্তন স্ত্রী তৃতীয়বার বিয়ে করলেন"। হিন্দুস্তান টাইমস। ২০২২-১২-২৩। সংগ্রহের তারিখ ২০২২-১২-২৩ 
  10. "রেহাম খানের নিজ শহরের বাসিন্দারা তার বিয়ে উদযাপন করেছেন"thenews.com.pk। ৯ জানুয়ারি ২০১৫। 
  11. "ভাষাগত প্রতিভা রয়েছে রেহাম খানের"। Samaa TV। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৬ 
  12. "রেহাম খানের নিজ শহরের বাসিন্দারা"। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬ 
  13. "রেহাম খানের বাবা ছিলেন ডাক্তার, চাচা হাকিম ছিলেন গভর্নর এবং প্রধান বিচারপতি"। ৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৫ 
  14. "পেশোয়ার বিশ্ববিদ্যালয়"। University of Peshawar। ২১ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬ 
  15. "রেহাম খানের 'ভুয়া' সাংবাদিকতা ডিগ্রির ঘটনা"। The Express Tribune News Network। ১৫ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৫ 
  16. "এক্সক্লুসিভ: গার্হস্থ্য সহিংসতার অভিযোগে রেহামের প্রাক্তন স্বামীর প্রতিক্রিয়া"। The Express Tribune News Network। ১৪ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৫ 
  17. "গার্হস্থ্য সহিংসতার অভিযোগ অস্বীকার করেছেন রেহামের প্রাক্তন স্বামী"। ১৫ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৫ 
  18. "গোপনে বিবিসি আবহাওয়া উপস্থাপিকাকে বিয়ে করেছেন ইমরান খান"। ৩১ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৪ 
  19. "পারস্পরিক সম্মতিতে ইমরান এবং রেহামের বিচ্ছেদ – The Express Tribune"The Express Tribune। ৩০ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৫ 
  20. "ইসলামাবাদে বন্দুক হামলা থেকে রেহাম খান অল্পের জন্য বেঁচে গেলেন"www.gulftoday.ae। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৩ 
  21. "রেহাম খান সম্পর্কে আওয়াজটিভিতে"। ২৬ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৪ 
  22. Reham Khan – BBC South Today। "রেহাম খান প্রোফাইল বিবিসি সাউথে"BBC Weather। ১৫ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১০ 
  23. "রেহাম খান তার নতুন শোর জন্য পিটিআইয়ের 'তাবদিলি' স্লোগান গ্রহণ করেছেন"। ১৪ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬ 
  24. সামিন হাসান (১৪ মে ২০১৫)। "রেহাম খানের প্রথম প্রযোজনা 'জানান' পরের বছর মুক্তি পাবে"। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]