রেজাউল বারী ডিনা
রেজাউল বারী ডিনা | |
|---|---|
| বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ জুন ১৯৯৬ – ২০০১ | |
| পূর্বসূরী | মাওলানা শাহাদাতুজ্জামান |
| উত্তরসূরী | এ কে এম হাফিজুর রহমান |
| কাজের মেয়াদ ২০০১ – ২০০৬ | |
| পূর্বসূরী | এ কে এম হাফিজুর রহমান |
| উত্তরসূরী | এ কে এম হাফিজুর রহমান |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ২৯ জুলাই ১৯৫১ জাহাঙ্গীরাবাদ গ্রাম, শিবগঞ্জ, বগুড়া, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
| মৃত্যু | ১৫ জুন ২০১৪ সিটি ক্লিনিক ঢাকা |
| নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
রেজাউল বারী ডিনা (জন্ম: ২৯ জুলাই ১৯৫১ - মৃত্যু: ১৫ জুন ২০১৪) একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা ও সাবেক সাংসদ। তিনি ফেব্রুয়ারি ১৯৯৬ সালে বগুড়া-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।[১] এরপর ২০০১ সালে আবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ওই বছরই হুইপ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।[২][৩][৪][৫]
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]রেজাউল বারী ডিনা ২৯ জুলাই ১৯৫১ সালে ব্রিটিশ ভারতের পূর্ব বাংলার (বর্তমান বাংলাদেশ) বগুড়ার শিবগঞ্জের জাহাঙ্গীরাবাদ/চাঁদমিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন।[৬][৭]
রাজনৈতিক ও কর্মজীবন
[সম্পাদনা]বিএনপি নেতা রেজাউল বারী ডিনা ওয়ান ইলেভেনের সময় বগুড়ার অপর দু’জন এমপির সাথে সংস্কারপন্থী হিসেবে চিহ্নিত হন। এরপর থেকে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি ফেব্রুয়ারি ১৯৯৬ সালে বগুড়া-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।[১] এরপর ২০০১ সালে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন এবং ওই বছরই হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।[৫][৬]
মৃত্যু
[সম্পাদনা]রেজাউল বারী ডিনা ১৫ জুন ২০১৪ সালে রাজধানীর সিটি ক্লিনিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে এক পুত্র, এক কন্যা, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তাকে বগুড়া শহরের নামাজগড় গোরস্থানে দাফন করা হয়।[৪][৭][৮]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "বগুড়ার সাবেক এমপি ডিনার ইন্তেকাল"। www.jugantor.com। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "আলোচনায় শুধু মান্না আর জিন্নাহ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯।
- 1 2 "বগুড়া-২: ঐক্যফ্রন্টের মান্নার সঙ্গে লড়াই হবে মহাজোটের জিন্নাহর | সারাদেশ"। ittefaq। ১৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯।
- 1 2 "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 BanglaNews24.com। "রেজাউল বারীর প্রথম নামাজে জানাজা সম্পন্ন"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - 1 2 "সাবেক হুইপ রেজাউল বারি ডিনার দাফন সম্পন্ন | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "সাবেক হুইপ ডিনারমৃত্যুতে শোক"। সমকাল (ইংরেজি ভাষায়)। ১৯ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯।