রাষ্ট্রীয় জনতা দল (গণতান্ত্রিক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাষ্ট্রীয় জনতা দল (গণতান্ত্রিক) (ন্যাশনাল পিপলস পার্টি (ডেমোক্রেটিক)), ছিল ভারতের বিহারের একটি রাজনৈতিক দল। যখন পাঁচজন সংসদ সদস্যের একটি দল (তিনজন লোকসভা, দুজন রাজ্যসভা) রাষ্ট্রীয় জনতা দল ২০০১ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন এই দলটি গঠিত হয়।[১] আরজেডি(ডি) জাতীয় গণতান্ত্রিক জোটে যোগদান করে এবং আরজেডি(ডি) নেতা নাগমণি ২০০৩ সালে অটল বিহারী বাজপেয়ীর সরকারে মন্ত্রী হন। পরে একই বছর আরজেডি(ডি) ভারতীয় জনতা পার্টির সাথে একীভূত হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chaudhuri, Kaylan (২০০১-০৫-১২)। "Fissures in the RJD"Frontline, India's national magazineThe Hindu। Archived from the original on এপ্রিল ১৪, ২০০২। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-০৭