বিষয়বস্তুতে চলুন

রামগড় জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রামগড় জেলা
ঝাড়খণ্ডের জেলা
ঝাড়খণ্ডে রামগড়ের অবস্থান
ঝাড়খণ্ডে রামগড়ের অবস্থান
দেশভারত
রাজ্যঝাড়খণ্ড
প্রশাসনিক বিভাগউত্তর ছোটনাগপুর বিভাগ
সদরদপ্তররামগড় সেনানিবাস
তহশিল
সরকার
 • বিধানসভা আসন
আয়তন
 • মোট১,৩৪১ বর্গকিমি (৫১৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৯,৪৯,৪৪৩
 • জনঘনত্ব৭১০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৭৩.১৭ শতাংশ
 • লিঙ্গানুপাত৯২১
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
দামোদর নদী (পূর্ব পাশ) রাজরপ্পা মন্দির

রামগড় জেলা পূর্ব ভারতে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের ২৪ টি জেলার একটি জেলা৷ ২৫শে ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দে (১২ই সেপ্টেম্বর ২০০৭ খ্রিষ্টাব্দে) পুর্বতন হাজারিবাগ জেলা খন্ডিত করে নতুন জেলাটি গঠিত হয়৷ জেলাটি ঝাড়খণ্ডের উত্তরে অবস্থিত উত্তর ছোটনাগপুর বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর রামগড় সেনানিবাস শহরে অবস্থিত এবং রামগড় মহকুমা নিয়ে গঠিত৷

নামকরণ

[সম্পাদনা]

রামগড় নামটির সাথে ঐতিহাসিক বা পৌরাণিক ঘটনার বিশেষ কোনো যোগ নেই৷ রামগড় অঞ্চলে প্রাপ্ত প্রচুর পরিমাণে কয়লা খনি এবং মোরাম মাটি থাকার জন্য মোরাম শব্দে 'রাম' এবং পুরনো নাম বেলুয়াগড় থেকে 'গড়' শব্দটি জুড়ে রামগড় নামটি এসেছে৷[]

ইতিহাস

[সম্পাদনা]

ঐতিহাসিক আন্দোলন

[সম্পাদনা]

ভূপ্রকৃৃতি

[সম্পাদনা]

অর্থনীতি

[সম্পাদনা]

অবস্থান

[সম্পাদনা]

জেলাটির উত্তরে ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ জেলাজেলাটির উত্তর পূর্বে(ঈশান) ঝাড়খণ্ড রাজ্যের বোকারো জেলাজেলাটির পূর্বে ঝাড়খণ্ড রাজ্যের বোকারো জেলাজেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলাজেলাটির দক্ষিণে ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলাজেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলাজেলাটির পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ জেলা[]

জেলাটির আয়তন ১৩৪১ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ঝাড়খণ্ড রাজ্যের ১.৬৮%৷

রামগড় জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী রামগড় জেলার ভাষাসমূহ[]

  খোরঠা (৫৬.৬৩%)
  হিন্দী (২৩.৯২%)
  উর্দু (৮.১৭%)
  সাঁওতালি (৪.৫৩%)
  নাগপুরি-সাদরি (১.৮৯%)
  বাংলা (১.৫৯%)
  মৈথিলী (০.৬৮%)
  পাঞ্জাবি (০.৫৮%)
  মুন্ডারি (০.৪৮%)
  অন্যান্য (১.৫৩%)

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

মোট জনসংখ্যা ৮৩৯৪৮২(২০০১ জনগণনা) ও ৯৪৯৪৪৩(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে ১৭তম৷ ঝাড়খণ্ড রাজ্যের ২.৮৮% লোক রামগড় জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ৬১৭ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ৭১৫ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ১৩.১০%, যা ১৯৯১-২০১১ সালের ২০.২৫% বৃদ্ধির হারের থেকে কম৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯২১(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯২৭[]

নদনদী

[সম্পাদনা]

পরিবহন ও যোগাযোগ

[সম্পাদনা]

পর্যটন ও দর্শনীয় স্থান

[সম্পাদনা]

ঐতিহ্য ও সংস্কৃতি

[সম্পাদনা]

শিক্ষা

[সম্পাদনা]

জেলাটির স্বাক্ষরতা হার ৫৭.৭৫%(২০০১) তথা ৭৩.১৭%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৭১.৮৩%(২০০১) তথা ৮২.৪৪%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৪২.৮৭%(২০০১) তথা ৬৩.০৯% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৪.১৮%৷[]

প্রশাসনিক বিভাগ

[সম্পাদনা]

সীমান্ত

[সম্পাদনা]

বিশিষ্ট ব্যক্তিবর্গ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]