রাফাহ নানজীবা তোরসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাফাহ নানজীবা তোরসা
জন্ম (1998-09-09) ৯ সেপ্টেম্বর ১৯৯৮ (বয়স ২৫)
পেশামডেল
উপাধিমিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
চুলের রংকালো
চোখের রংকালো
প্রধান
প্রতিযোগিতা
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ (বিজয়ী)
মিস ওয়ার্ল্ড ২০১৯ (পরে জানানো হবে)

রাফাহ নানজীবা তোরসা (জন্ম: ৯ সেপ্টেম্বর ১৯৯৮)[১] হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপিকা ও মডেল যিনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।

জীবনী[সম্পাদনা]

তোরসার বাবা শেখ মোরশেদ একজন আইনজীবী ছিলেন ও তার মা শারমিনা আক্তার হলেন একজন গৃহিণী। তার বাবা ২০১৪ সালে মৃত্যুবরণ করেছিলেন।[২] তার একটি ছোট ভাই আছে।

তোরসা বিজয় টিভিতে একটি অনুষ্ঠান উপস্থাপনা করে থাকেন। ২০০৯ সালে তিনি বঙ্গবন্ধু শিশুকিশোর প্রতিযোগিতায় লোকনৃত্য বিভাগে প্রথম হবার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে পুরস্কার গ্রহণ করেছিলেন।[৩] তিনি জাপানে যাবার জন্য সরকারি বৃত্তি লাভ করেছিলেন। তবে সে সময়ে তিনি দিল্লিতে চট্টগ্রাম বিভাগের হয়ে মূকাভিনয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বলে তিনি জাপান গমন করতে পারেন নি।[৩]

তোরসা ২০১০ সালে জাতীয় যুব প্রতিযোগিতার ভরতনাট্যম বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন।[৩] তিনি ২০১০ এনটিভির মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন। তিনি ২০১৭ সালে চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলে অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। তিনি ২০১৭ সালে তৌকির আহমেদ পরিচালিত হালদা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।[৩] তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।[৩][৪][৫]

সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ[সম্পাদনা]

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯[সম্পাদনা]

রাফাহ নানজীবা তোরাসা ২০১৯ সালের ১১ অক্টোবর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ খেতাব লাভ করেন।[৬][৭][৮] মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ প্রতিযোগিতার শিরোপাধারী জান্নাতুল ফেরদৌস ঐশী তার মাথায় বিজয়িনীর মুকুট পরিয়ে দিয়েছিলেন।

মিস ওয়ার্ল্ড ২০১৯[সম্পাদনা]

রাফা নানজীবা তোরসা ২০১৯ সালের ডিসেম্বর মাসে লন্ডনে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ড ২০১৯ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "৩০০ সেকেন্ড | Shahriar Nazim Joy | Rafah Nanjeba Torsa | Celebrity Show | EP 27 | Channel i TV" 
  2. "I'm really lucky: Torsa"Bangladesh Post। ১২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯ 
  3. "CU's Rafah wins Miss World Bangladesh 2019 title"Dhaka Tribune। ১২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯ 
  4. "মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন রাফাহ নানজীবা তোরসা"সময় টিভি। ১১ অক্টোবর ২০১৯। ১২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯ 
  5. "মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তোরসা"আমাদের সময়। ১২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯ 
  6. "মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন রাফাহ নানজীবা তোরসা"বাংলানিউজ২৪.কম। ১১ অক্টোবর ২০১৯। ১১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯ 
  7. "এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন রাফাহ তোরসা"একুশে টেলিভিশন। ১১ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯ 
  8. "মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন চট্টগ্রামের মেয়ে তোরসা"দৈনিক আজাদী। ১১ অক্টোবর ২০১৯। ২১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯ 
পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
জান্নাতুল ফেরদৌস ঐশী
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ
২০১৯
উত্তরসূরী