বিষয়বস্তুতে চলুন

রাউল বেল্লানোভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাউল বেল্লানোভা
২০২৩ সালে তোরিনোর হয়ে বেল্লানোভা
ব্যক্তিগত তথ্য
জন্ম (2000-05-17) ১৭ মে ২০০০ (বয়স ২৪)
জন্ম স্থান রো, ইতালি
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
তোরিনো
জার্সি নম্বর ১৯
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:২৭, ১৬ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

রাউল বেল্লানোভা (ইতালীয়: Raoul Bellanova; জন্ম: ১৭ মে ২০০০) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালীয় ক্লাব তোরিনো এবং ইতালি জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৫ সালে, বেল্লানোভা ইতালি অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় নয় বছর যাবত ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৪ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

রাউল বেল্লানোভা ২০০০ সালের ১৭ই মে তারিখে ইতালির রোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

বেল্লানোভা ইতালি অনূর্ধ্ব-১৫, ইতালি অনূর্ধ্ব-১৬, ইতালি অনূর্ধ্ব-১৭, ইতালি অনূর্ধ্ব-১৯, ইতালি অনূর্ধ্ব-২০ এবং ইতালি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইতালির প্রতিনিধিত্ব করেছেন। ২০১৫ সালের ১৭ই ফেব্রুয়ারি তারিখে তিনি বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ দলের বিরুদ্ধে ম্যাচে ইতালি অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[] ইতালির বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৯ বছরে ৮৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০২৪ সালের ২৪শে মার্চ তারিখে, ২৩ বছর, ১০ মাস ও ৭ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী বেল্লানোভা ইকুয়েডরের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইতালির হয়ে অভিষেক করেছেন।[] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[] ম্যাচে তিনি ২৫ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি ইতালি ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] ইতালির হয়ে অভিষেকের বছরে বেল্লানোভা সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১৬ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ইতালি ২০২৪
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Italy U15 - Belgium U15, Feb 17, 2015 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২০ 
  2. "Ecuador vs. Italy - 24 March 2024 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২০ 
  3. "Italy - Ecuador 2:0 (Friendlies 2024, March)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৩-১৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২০ 
  4. "Italy - Ecuador, Mar 24, 2024 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২০ 
  5. Strack-Zimmermann, Benjamin। "Italy vs. Ecuador"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]