জোভান্নি দি লোরেনৎসো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জোভান্নি দি লোরেনৎসো
২০১৯ সালে নাপোলির হয়ে দি লোরেনৎসো
ব্যক্তিগত তথ্য
জন্ম (1993-08-04) ৪ আগস্ট ১৯৯৩ (বয়স ৩০)
জন্ম স্থান কাস্তেনুওভো দি গার্ফানিয়ানা, ইতালি
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
নাপোলি
জার্সি নম্বর ২২
যুব পর্যায়
২০০৪–২০০৯ লুক্কেসে
২০০৯–২০১০ রেজ্জিনা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০–২০১৫ রেজ্জিনা ৫৮ (০)
২০১২–২০১৩কুনেও (ধার) ২৭ (১)
২০১৫–২০১৭ মাতেরা ৫৮ (৩)
২০১৭–২০১৯ এম্পোলি ৭৩ (৬)
২০১৯– নাপোলি ১৩২ (৯)
জাতীয় দল
২০১৩ ইতালি অনূর্ধ্ব-২০ (০)
২০১৩ ইতালি অনূর্ধ্ব-২১ (০)
২০১৯– ইতালি ২৭ (৩)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৭:০০, ২৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:০০, ২৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

জোভান্নি দি লোরেনৎসো (ইতালীয়: Giovanni Di Lorenzo, ইতালীয় উচ্চারণ: [dʒoˈvanni di loˈrɛntso]; জন্ম: ৪ আগস্ট ১৯৯৩) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়[১] তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব নাপোলি এবং ইতালি জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[২][৩] তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০১৩ সালে, লোরেনৎসো ইতালি অনূর্ধ্ব-২০ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। মাত্র ১ বছর যাবত ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর,[৪] তিনি ২০১৯ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৭ ম্যাচে ৩টি গোল করেছেন। তিনি ইতালির হয়ে এপর্যন্ত ১টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০২০) অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি রোবের্তো মানচিনির অধীনে শিরোপা জয়লাভ করেছেন।[৫]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

জোভান্নি দি লোরেনৎসো ১৯৯৩ সালের ৪ঠা আগস্ট তারিখে ইতালির কাস্তেনুওভো দি গার্ফানিয়ানায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

দি লোরেনৎসো ইতালি অনূর্ধ্ব-২০ এবং ইতালি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইতালির প্রতিনিধিত্ব করেছেন। ইতালির বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

২৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ইতালি ২০১৯
২০২০
২০২১ ১৪
২০২২
২০২৩
সর্বমোট ২৭

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Comunicato Ufficiale N. 32" [Official Statement No. 32] (পিডিএফ) (ইতালীয় ভাষায়)। Lega Serie A। ৪ সেপ্টেম্বর ২০১৮। পৃষ্ঠা 3। ২১ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২১ 
  2. "Team 2022/23 – SSC Napoli" [দল ২০২২/২৩ – সোচেতা স্পোর্তিভা কালচো নাপোলি]। sscnapoli.it (ইতালীয় ভাষায়)। নাপোলি: সোচেতা স্পোর্তিভা কালচো নাপোলি। ২৪ মে ২০২২। ২৪ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ 
  3. "NAPOLI" [নাপোলি]। legaseriea.it (ইংরেজি ভাষায়)। সেরিয়ে আ। ২৪ এপ্রিল ২০২৩। ২৪ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ 
  4. "Inter go for Di Lorenzo?" (ইতালীয় ভাষায়)। Football Italia staff। ১৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৯ 
  5. "Italy 1–1 England, aet (3–2 on pens): Donnarumma the hero as Azzurri win EURO 2020!" [ইতালি ১–১ ইংল্যান্ড, অতিরিক্ত সময় (পেনাল্টিতে ৩–২): আজ্জুরিদের ইউরো ২০২০-এর নায়ক দন্নারুম্মা!]। UEFA.com (ইংরেজি ভাষায়)। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১১ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]