রফিকুল হক (কৃষি প্রকৌশলী)
অধ্যাপক ড. রফিকুল হক | |
---|---|
২২তম উপাচার্য | |
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় | |
কাজের মেয়াদ ২০১১ – ২০১৫ | |
পূর্বসূরী | এম এ সাত্তার মণ্ডল |
উত্তরসূরী | আলী আকবর |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কালিসীমা, সদর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ | ৩১ ডিসেম্বর ১৯৪৮
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দি রয়েল ভেটেরিনারি অ্যান্ড এগ্রিকালচার ইউনিভার্সিটি, ডেনমার্ক এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, থাইল্যান্ড |
পেশা | কৃষি প্রকৌশলী, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
রফিকুল হক (জন্ম: ১৯৪৮) একজন বাংলাদেশী কৃষি প্রকৌশলী ও শিক্ষাবিদ। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়টির ২২তম উপাচার্য।[১]
জন্ম
[সম্পাদনা]তিনি ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার কালিসীমায় জন্মগ্রহণ করেন। তার বাবা নাইব উদ্দিন আহমেদ ও মা অরিজুননেছা।[২]
শিক্ষাজীবন
[সম্পাদনা]রফিকুল হক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ থেকে ১৯৭০ সালে বিএসসি ইন এগ্রি-ইঞ্জিনিয়ারিং এবং ডেনমার্কের দি রয়েল ভেটেরিনারি অ্যান্ড এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে ১৯৮১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি থাইল্যান্ডে অবস্থিত এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে ১৯৮৯-৯০ সালে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]রফিকুল হক ১৯৭২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। এরই ধারাবাহিকতায় ১৯৯২ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন।
অধ্যাপনার পাশাপাশি তিনি বাকৃবির সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি কৃষি মন্ত্রণালয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের সাথেও কাজ করেছেন।
রফিকুল হক একজন মুক্তিযোদ্ধা। তিনি ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২২তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১][২]
গবেষণাকর্ম
[সম্পাদনা]তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন।[২]
সদস্যপদ
[সম্পাদনা]রফিকুল হক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "বাকৃবির নতুন উপাচার্য রফিকুল হক"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৯ অগাস্ট ২০২২। ১৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ ক খ গ ঘ "অধ্যাপক মো. রফিকুল হক বাকৃবির নতুন উপাচার্য"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১০ আগস্ট ২০১১। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২২।