বিষয়বস্তুতে চলুন

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ
গঠিত১৯৭০
ধরনপেশাজীবী সংগঠন
সদরদপ্তরকৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫
অবস্থান
সভাপতি
এ. এম. এম. সালেহ[]
মহাসচিব
মোঃ খায়রুল আলম (প্রিন্স)[]
ওয়েবসাইটkib.org.bd

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) বাংলাদেশের কৃষিবিদ পেশাজীবীদের জাতীয় সংগঠন।

ইতিহাস

[সম্পাদনা]

কৃষি স্নাতকদের একটি দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি বিজ্ঞানী সম্মেলনে মিলিত হয়ে একটি সমিতি গঠন করেন যার নাম দেন ইষ্ট পাকিস্তান এগ্রিকালচারাল এসোসিয়েশন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ২ জানুয়ারি কৃষি ভবন প্রাঙ্গনে বিশেষ সাধারণ সভায় এর নাম পরিবর্তন করে বাংলাদেশ কৃষিবিদ সমিতি নামকরণ করা হয়। পরে ২০ জানুয়ারি ১৯৮১ সালে আবার নাম পরিবর্তন করে “বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন” করা হয়।[]

কার্য্যক্রম

[সম্পাদনা]

কৃষিবিদ সম্মিলন সহ কৃষি দিবস উপলক্ষ্যে নানা কার্য্যক্রম পরিচালনা করে থাকে।[][] সমাজকল্যাণমূলক নানা কাজও করে থাকে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি"kib.org.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৬ 
  2. "গঠনতন্ত্র"kib.org.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৬ 
  3. "কৃষক ও কৃষিবিদ বাঙালির গর্ব"banglanews24.com। banglanews24.com। ২০১৭-১০-০৬। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৯ 
  4. "কৃষিবিদ দিবস উপলক্ষে কৃষিবিদদের র‍্যালি"ittefaq.com.bd। দৈনিক ইত্তেফাক। ১৩ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৯ 
  5. "বন্যার্তদের গাছের চারা দিল কৃষিবিদ ইনস্টিটিউশন"ntvbd। এনটিভি। ১৬ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]