যাজপুর জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যাজপুর জেলা
ଯାଜପୁର ଜିଲ୍ଲା
ওড়িশার জেলা
ওড়িশায় যাজপুরের অবস্থান
ওড়িশায় যাজপুরের অবস্থান
দেশভারত
রাজ্যওড়িশা
প্রশাসনিক বিভাগকেন্দ্রীয় ওড়িশা বিভাগ
সদরদপ্তরযাজপুর
তহশিল১০
আয়তন
 • মোট২,৮৯৯ বর্গকিমি (১,১১৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৮,২৭,১৯২
 • জনঘনত্ব৬৩০/বর্গকিমি (১,৬০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৮০.১৩ শতাংশ
 • লিঙ্গানুপাত৯৭৩
গড় বার্ষিক বৃষ্টিপাত১৫৬০ মিমি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
ব্রাহ্মণী নদী এবং সেতু

যাজপুর জেলা(ওড়িয়া: ଯାଜପୁର ଜିଲ୍ଲା, প্রতিবর্ণী. যাজপুর জিল্লা) পূর্ব ভারতে অবস্থিত ওড়িশা রাজ্যের ৩০ টি জেলার একটি জেলা৷ ১৮ই চৈত্র ১৩৯৯ বঙ্গাব্দে(১লা এপ্রিল ১৯৯৩ খ্রিষ্টাব্দে) পূর্বতন কটক জেলা থেকে নতুন যাজপুর জেলাটি গঠিত হয়৷ জেলাটি ওড়িশার কেন্দ্রীয় ওড়িশা বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর যাজপুর শহরে অবস্থিত এবং যাজপুর মহকুমা নিয়ে গঠিত৷

নামকরণ[সম্পাদনা]

খ্রিস্টীয় দশম শতকের সোমবংশীয় রাজা 'যযাতি কেশরী' এর নাম অনুযায়ী সদরটির নামকরণ করা হয় যাজপুর এবং জেলাসদরের নামে সমগ্র জেলাটির নাম রাখা হয়৷ পুরাতন তথ্য থেকে পাওয়া যায় জায়গাটি আগে বিরজা বা বিরজাক্ষেত্র নামে পরিচিত ছিলো৷[১]

ইতিহাস[সম্পাদনা]

ঐতিহাসিক আন্দোলন[সম্পাদনা]

ভূপ্রকৃৃতি[সম্পাদনা]

অর্থনীতি[সম্পাদনা]

অবস্থান[সম্পাদনা]

জেলাটির উত্তরে ওড়িশা রাজ্যের কেন্দুঝর জেলাজেলাটির উত্তর পূর্বে(ঈশান) ওড়িশা রাজ্যের ভদ্রক জেলাজেলাটির পূর্বে ওড়িশা রাজ্যের ভদ্রক জেলাওড়িশা রাজ্যের কেন্দ্রাপড়া জেলাজেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) ওড়িশা রাজ্যের কেন্দ্রাপড়া জেলাজেলাটির দক্ষিণে ওড়িশা রাজ্যের কটক জেলাজেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ওড়িশা রাজ্যের কটক জেলাজেলাটির পশ্চিমে ওড়িশা রাজ্যের ঢেঙ্কানাল জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ওড়িশা রাজ্যের ঢেঙ্কানাল জেলা[২]

জেলাটির আয়তন ২৮৯৯ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ওড়িশা রাজ্যের ১.৮৬%৷

ভাষা[সম্পাদনা]

যাজপুর জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী যাজপুর জেলার ভাষাসমূহ[৩]

  ওড়িয়া (৯০.২৭%)
  উর্দু (৪.৭৯%)
  হো (২.০৯%)
  সাঁওতালি (০.৭৪%)
  মুন্ডারি (০.৭৩%)
  হিন্দী (০.৫৫%)
  অন্যান্য (০.৮৩%)

ধর্ম[সম্পাদনা]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

মোট জনসংখ্যা ১৬২৪৩৪১(২০০১ জনগণনা) ও ১৮২৭১৯২(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে ৭ম৷ ওড়িশা রাজ্যের ৪.৩৫% লোক যাজপুর জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ৫৬০ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ৬৩০ হয়েছে৷ জেলাটির ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ১২.৪৯% , যা ১৯৯১-২০১১ সালের ১৭.১৮% বৃদ্ধির হারের থেকে কম৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৭৩(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯২৬৷[৪]

নদনদী[সম্পাদনা]

পরিবহন ও যোগাযোগ[সম্পাদনা]

পর্যটন ও দর্শনীয় স্থান[সম্পাদনা]

ঐতিহ্য ও সংস্কৃৃতি[সম্পাদনা]

শিক্ষা[সম্পাদনা]

জেলাটির স্বাক্ষরতা হার ৭১.৪৪%(২০০১) তথা ৮০.১৩%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৮১.৮৯%(২০০১) তথা ৮৬.৮৪%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৬০.৭৬%(২০০১) তথা ৭৩.২৯% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১১.৮৭%৷[৪]

প্রশাসনিক বিভাগ[সম্পাদনা]

সীমান্ত[সম্পাদনা]

বিশিষ্ট ব্যক্তিবর্গ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]