বিষয়বস্তুতে চলুন

ঢেঙ্কানাল জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঢেঙ্কানাল জেলা
ଢେଙ୍କାନାଳ ଜିଲ୍ଲା
ওড়িশার জেলা
ওড়িশায় ঢেঙ্কানালের অবস্থান
ওড়িশায় ঢেঙ্কানালের অবস্থান
দেশভারত
রাজ্যওড়িশা
প্রশাসনিক বিভাগউত্তর ওড়িশা বিভাগ
সদরদপ্তরঢেঙ্কানাল
তহশিল
আয়তন
 • মোট৪,৪৫২ বর্গকিমি (১,৭১৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১১,৯২,৮১১
 • জনঘনত্ব২৭০/বর্গকিমি (৬৯০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৭৮.৭৬ শতাংশ
 • লিঙ্গানুপাত৯৪৭
গড় বার্ষিক বৃষ্টিপাত১৪২৯ মিমি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
কারাগোলা - ঢেঙ্কানাল

ঢেঙ্কানাল জেলা (ওড়িয়া: ଢେଙ୍କାନାଳ ଜିଲ୍ଲା, প্রতিবর্ণী. ঢেঙ্কানাল় জিল্লা) পূর্ব ভারতে অবস্থিত ওড়িশা রাজ্যের ৩০ টি জেলার একটি জেলা৷ ১৬ই পৌষ ১৩৫৪ বঙ্গাব্দে(১লা জানুয়ারি ১৯৪৮ খ্রিষ্টাব্দে) ঢেঙ্কানাল, হিন্দোল, তালচের, পাল লহড়া, আঠমল্লিক, অনুগুল, রেঢ়াখোল নামক ছোটো ছোটো স্বায়ত্তশাসিত রাজ্যগুলি নিয়ে ঢেঙ্কানাল জেলা গঠন করা হয়৷ ৯ই কার্তিক ১৩৫৬ বঙ্গাব্দে(২৬শে অক্টোবর ১৯৪৯ খ্রিষ্টাব্দ) রেঢ়াখোল অঞ্চল সম্বলপুর জেলার সাথে যুক্ত করা হয়৷ ১৫ই আশ্বিন ১৩৯৯ বঙ্গাব্দে(২রা অক্টোবর ১৯৯২ খ্রিষ্টাব্দে) পূর্বতন ঢেঙ্কানাল জেলাটি থেকে নতুন অনুগুল জেলাটি গঠিত হয় ও অবশিষ্ট অংশ ঢেঙ্কানাল জেলা রূপে আত্মপ্রকাশ পায়৷ জেলাটি ওড়িশার উত্তর ওড়িশা বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর ঢেঙ্কানাল শহরে অবস্থিত এবং ঢেঙ্কানাল মহকুমা, হিন্দোল মহকুমাকামাখ্যানগর মহকুমা নিয়ে গঠিত৷

নামকরণ

[সম্পাদনা]

জনশ্রুতি অনুযায়ী বর্তমান যে অঞ্চলে ঢেঙ্কানাল শহরটি অবস্থিত তা পুরাতনকালে সাভারা জনগোষ্ঠীদের দ্বারা শাসিত হতো৷ সাভারাদের প্রধান শাসক 'ঢেঙ্কা'-এর নাম অনুযায়ী অঞ্চলটির নাম হয় ঢেঙ্কানাল এবং জেলাসদরের নামে জেলাটির নামকরণ করা হয় ঢেঙ্কানাল জেলা৷[]

ইতিহাস

[সম্পাদনা]

ঐতিহাসিক আন্দোলন

[সম্পাদনা]

ভূপ্রকৃৃতি

[সম্পাদনা]

অর্থনীতি

[সম্পাদনা]

অবস্থান

[সম্পাদনা]

জেলাটির উত্তরে ওড়িশা রাজ্যের কেন্দুঝর জেলাজেলাটির উত্তর পূর্বে(ঈশান) ওড়িশা রাজ্যের যাজপুর জেলাজেলাটির পূর্বে ওড়িশা রাজ্যের যাজপুর জেলাজেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) ওড়িশা রাজ্যের কটক জেলাজেলাটির দক্ষিণে ওড়িশা রাজ্যের কটক জেলাজেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ওড়িশা রাজ্যের অনুগুল জেলাজেলাটির পশ্চিমে ওড়িশা রাজ্যের অনুগুল জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ওড়িশা রাজ্যের অনুগুল জেলা[]

জেলাটির আয়তন ৪৪৫২ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ওড়িশা রাজ্যের ২.৮৬%৷

ঢেঙ্কানাল জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী ঢেঙ্কানাল জেলার ভাষাসমূহ[]

  ওড়িয়া (৯৬.২০%)
  মুন্ডারি (১.২৪%)
  সাঁওতালি (০.৯১%)
  জুয়াঙ (০.৪৯%)
  অন্যান্য (১.১৬%)

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

মোট জনসংখ্যা ১০৬৬৮৭৮(২০০১ জনগণনা) ও ১১৯২৮১১(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে ১৮তম৷ ওড়িশা রাজ্যের ২.৮৪% লোক ঢেঙ্কানাল জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ২৪০ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ২৬৮ হয়েছে৷ জেলাটির ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ১১.৮০% , যা ১৯৯১-২০১১ সালের ১২.৫৬% বৃদ্ধির হারের থেকে কম৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৪৭(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৮৭৭৷[]

নদনদী

[সম্পাদনা]

পরিবহন ও যোগাযোগ

[সম্পাদনা]

পর্যটন ও দর্শনীয় স্থান

[সম্পাদনা]

ঐতিহ্য ও সংস্কৃৃতি

[সম্পাদনা]

শিক্ষা

[সম্পাদনা]

জেলাটির স্বাক্ষরতা হার ৬৯.৪২%(২০০১) তথা ৭৮.৭৬%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৮০.৫৭%(২০০১) তথা ৮৬.১৮%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৫৭.৮৯%(২০০১) তথা ৭১.০০% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১১.৬৬%৷[]

প্রশাসনিক বিভাগ

[সম্পাদনা]

সীমান্ত

[সম্পাদনা]

বিশিষ্ট ব্যক্তিবর্গ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]