মোশে গিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোশে গিল
২০১১ সালে মোশে গিল
জন্ম(১৯২১-০২-০৮)৮ ফেব্রুয়ারি ১৯২১
মৃত্যুজানুয়ারি ২৩, ২০১৪(2014-01-23) (বয়স ৯২)
জাতীয়তাইসরায়েলি
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রইতিহাস
প্রতিষ্ঠানসমূহতেল আবিব বিশ্ববিদ্যালয়

মোশে গিল (হিব্রু ভাষায়: משה גיל‎; ৮ ফেব্রুয়ারী ১৯২১ - ২৩ জানুয়ারী ২০১৪) একজন ইসরায়েলি ইতিহাসবিদ ছিলেন।[১]

শিক্ষা জীবন[সম্পাদনা]

মোশে গিল ইসলামইহুদিদের মধ্যে ঐতিহাসিক মিথস্ক্রিয়ায় বিশেষীকরণ করেছেন, যার মধ্যে ইসলামি আধিপত্যের অধীনে ফিলিস্তিনের ইতিহাস, বহির্বিশ্বের প্রতিষ্ঠান এবং রাযানিয়াতের মতো ইহুদি বণিকদের অন্তর্ভুক্ত। গিল তেল আবিব বিশ্ববিদ্যালয়ের চেইম রোজেনবার্গ স্কুল অফ ইহুদি স্টাডিজের ইমেরিটাস প্রফেসর ছিলেন এবং মুসলিম ল্যান্ডসের ইহুদিদের ইতিহাসে জোসেফ এবং সিল মাজার চেয়ার ছিলেন।

পুরস্কার[সম্পাদনা]

১৯৯৮ সালে গিলকে ইসরায়েল পুরস্কারে ভূষিত করা হয়, ল্যান্ড অফ ইসরায়েল অধ্যয়নের জন্য,[২] এছাড়া মৌলিকভাবে তার কাজ কায়রো জেনিজাহ থেকে ৮৪৬টি নথির খণ্ড বিশ্লেষণ এবং মধ্যযুগীয় সমাজের বিকাশে ইহুদি বণিকদের ভূমিকা নথিভুক্ত করার জন্য তার কাজের জন্য।

প্রকাশিত কাজ[সম্পাদনা]

  • (১৯৯৭) "দ্য ব্যাবিলনীয় এনকাউন্টার অ্যান্ড দ্য এক্সিল্যার্কিক হাউস ইন দ্য লাইট অফ কায়রো জেনিজা ডকুমেন্টস এবং প্যারালাল আরব সোর্স।" (কনফারেন্স পেপার ইন প্রসিডিংস: জুদাইও-আরবি স্টাডিজ প্রসিডিংস অফ দ্য ফাউন্ডিং কনফারেন্স অফ দ্য সোসাইটি ফর জুদাও আরবি স্টাডিজ।)
  • (১৯৯৫) "দ্য এক্সিলারচ্যাট।" (প্রক্রিয়ায় কনফারেন্স পেপার : মধ্যযুগীয় ইসলামের ইহুদি: সম্প্রদায়, সমাজ এবং পরিচয় : ইন্সটিটিউট অফ ইহুদি স্টাডিজ, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ১৯৯২ দ্বারা অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনের কার্যক্রম
  • (১৯৯২) ফিলিস্তিনের ইতিহাস, ৬৩৪-১০৯৯ । কেমব্রিজ এবং নিউ ইয়র্ক: কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস।
  • (১৯৮৭) " মদিনার নবীর বিরোধী অবস্থান"। (আরবি এবং ইসলামে জেরুজালেম স্টাডিজের জার্নাল আর্টিকেল।)
  • (১৯৮৭) গোলব এবং প্রিতসাকের "দশম শতাব্দীর খাজারিয়ান হিব্রু ডকুমেন্টস" এর পর্যালোচনা (নিয়ার ইস্টার্ন স্টাডিজ জার্নালে বুক রিভিউ।)
  • (১৯৮৪) " ইয়াসরিবের ইহুদিদের উৎপত্তি।" (জেরুজালেমের জার্নাল আর্টিকেল আরবি এবং ইসলামে অধ্যয়ন করে ।)
  • (১৯৭৬) কায়রো জেনিজা থেকে ইহুদি ধার্মিক ভিত্তির নথি। লিডেন: ব্রিল। (বই, সম্পাদিত, খণ্ড ১২ সিরিজ/সেটে)
  • (১৯৭৪) " রাযানিয়াত ব্যবসায়ী এবং রাযানিয়াতের দেশ।" (প্রাচ্যের অর্থনৈতিক ও সামাজিক ইতিহাসের জার্নালে জার্নাল আর্টিকেল।)
  • (১৯৭৪) "মদিনার সংবিধান: একটি পুনর্বিবেচনা" (ইসরায়েলের প্রাচ্য গবেষণায় জার্নাল আর্টিকেল।)

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Remembering Moshe Gil, Historian of Medieval Jewry"। History News Network। ২০১৪-০২-১১। ২০১৪-০৬-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৬ 
  2. "Israel Prize Official Site - Recipients in 1998 (in Hebrew)"