মাসাবিহুস সুন্নাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাসাবিহুস সুন্নাহ, ইরাক বা ইরানের পাণ্ডুলিপি, ১১০০ খ্রি:। খলিলি কালেকশন অফ ইসলামিক আর্ট

মাসাবিহুস সুন্নাহ (আরবি: مصابيح السنة ; ইংরেজি: Masabihus Sunnah/Masabih al-Sunnah) হল পারসিয়ান শাফিঈ পণ্ডিত আবু মুহাম্মাদ আল-হুসেন ইবনে মাসউদ ইবনে মুহাম্মাদ আল-ফাররা'আল-বাগাওয়ীর একটি হাদিসের সংগ্রহ। যা ৫১৬ হিজরির আগের রচনা। এই সংকলনটির একটি উন্নত সংস্করণ হল মিশকাতুল মাসাবীহ। এতে মাসাবিহুস সুন্নাহ এর চেয়ে অতিরিক্ত হাদিস আছে। এটি ছিল আরেকজন পারসিয়ান হাদিসবিশারদ আল-তাবরিজির কাজ যা ৭৪১ হিজরিতে প্রণয়ন করা হয়েছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]