বিষয়বস্তুতে চলুন

মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

স্থানাঙ্ক: ২৩°২৯′০৭″ উত্তর ৮৯°২৫′২৩″ পূর্ব / ২৩.৪৮৫১৪২° উত্তর ৮৯.৪২২৯৬০° পূর্ব / 23.485142; 89.422960
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
ধরনসরকারি
স্থাপিত১৯৬৫
অধ্যক্ষড. মোঃ মিজানুর রহমান
শিক্ষার্থী১০৫০ জন
অবস্থান,
২৩°২৯′০৭″ উত্তর ৮৯°২৫′২৩″ পূর্ব / ২৩.৪৮৫১৪২° উত্তর ৮৯.৪২২৯৬০° পূর্ব / 23.485142; 89.422960
শিক্ষাঙ্গনশহুরে (৫ একর)
সংক্ষিপ্ত নামএম.টি.এস.সি
মানচিত্র

মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ (ইংরেজি: Magura Govt. Technical School & College) ১৯৬৫ সালে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিআই) নামে প্রতিষ্ঠিত।

ইতিহাস

[সম্পাদনা]

প্রতিষ্ঠানটি ২৯ ডিসেম্বর ২০০৩ সালে সরকারী ঘোষণা অনুসারে মাগুরা টেকনিক্যাল স্কুল ও কলেজ, মাগুরা নামকরণ করা হয়।[]

অবস্থান

[সম্পাদনা]

প্রতিষ্ঠানটি মাগুরা জেলা শহরের প্রাণকেন্দ্রে জেলা প্রশাসকের কার্যালয়ের অনতি দূরে জেলা সদর হাসপাতাল এবং পি.টি.আই এর মাঝখানে ঢাকা-যশোর-কুষ্টিয়া মহাসড়কের দক্ষিণ পার্শ্বে সবুজ গাছপালায় সমৃদ্ধ মনোরম পরিবেশে অবস্থিত।

পরিচালনা

[সম্পাদনা]

বর্তমানে দক্ষ, অভিজ্ঞ, সুশিক্ষিত শিক্ষকমন্ডলী দ্বারা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম ও দ্বিতীয় শিফটে এস.এস.সি (ভোকেশনাল) ও এইচ.এস.সি (ভোকেশনাল) কোর্স চালু আছে।সেই সংগে বৈকালিন কম্পিউটার কোর্স চালু করা হয়েছে। সম্পত্তি ডিপ্লোমা কোর্স চালু হয়েছে। নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং শ্রেণীতে প্রায় ৯৫০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে।[]

ভর্তি কার্যক্রম

[সম্পাদনা]

চারটি টেকনোলজির উপর সার্টিফিকেক কোর্সে ২ বছর মেয়াদী এস.ইস.সি (ভোকেশনাল) এবং এইচ.এস.সি (ভোকেশনাল) কোর্স চালু রয়েছে। সেই সঙ্গে একটি ছয় মাস মেয়াদী কম্পিউটার ডিগ্রী কোর্স চালু হয়। ২০১৬ সালে নতুন করে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে দুইটি টেকনোলজি চালু হয়।

সার্টিফিকেট কোর্স

  1. জেনারেল ইলেকট্রিক্যাল ওয়াকর্স
  2. ইলেকট্রনিক্স
  3. রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং
  4. ফার্ম মেশিনারি

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স

  1. ইলেকট্রিক্যাল
  2. পাওয়ার

ডিগ্রি কোর্স

  1. কম্পিউটার

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

মাগুরা টেকনিক্যাল স্কুল ও কলেজ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ ডিসেম্বর ২০১৬ তারিখে

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. https://heyevent.at/venue/oikguuwnoabisa[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৬