মাগক-ই-কুরপা মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাগক-ই-কুরপা মসজিদ
মসজিদের প্রবেশপথ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থান
অবস্থানবুখারা, উজবেকিস্তান
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীইসলামী
পারস্য
সম্পূর্ণ হয়১৬৩৭
গম্বুজসমূহ১২

মাগোক-ই-কুরপা মসজিদ হলো উজবেকিস্তানের বোখারা শহরের একটি ঐতিহাসিক মসজিদ। এটি ১৬৩৭ সালে নির্মিত হয়েছিল। মসজিদটি বুখারার ঐতিহাসিক কেন্দে অবস্থিত, পো-ই-কল্যাণ প্রায় ২৫০ মিটার দক্ষিণ-পশ্চিমে এবং তোকি-তেলপাক-ফুরুশনের ব্যবসায়ের কেন্দ্র থেকে ১০ মিটার পশ্চিমে। মসজিদটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশ।[১]

স্থাপত্য[সম্পাদনা]

মাগক-ই-কুরপা মসজিদটির আয়তক্ষেত্রাকারে ১৫×২৪ বর্গ মিটার পর্যন্ত বিস্তৃত। এটি দুটি তলাবিশিষ্ট ভবন, নীচের তলাটি একটি প্রায় পুরো পৃথিবী পৃষ্ঠের নিচে। যার কারণে মসজিদের নামে "মাগোক-ই" সংযোজন করা হয়, যার অর্থ "গর্তে" বা "পাতালে"। অপর একটি "অন্তর্ভূমি" মসজিদ মাগক-ই-আত্তারি মসজিদ, প্রায় ১৫০ মিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।

মসজিদটিতে বারোটি গম্বুজ রয়েছে। প্রধান গম্বুজটি নলাকার কেদারের উপর অবস্থিত এবং মাটি থেকে উচ্চতা প্রায় ২০ মিটার।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. 602. ইউনেস্কো