মাক্সি গোমেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাক্সি গোমেস
২০২০ সালে ভালেনসিয়ার হয়ে গোমেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মাক্সিমিলিয়ানো গোমেস গনসালেস
জন্ম (1996-08-14) ১৪ আগস্ট ১৯৯৬ (বয়স ২৭)
জন্ম স্থান পায়সান্দু, উরুগুয়ে
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ত্রাবজোনস্পোর
জার্সি নম্বর ৩০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:২৫, ১৪ ডিসেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মাক্সিমিলিয়ানো গোমেস গনসালেস (স্পেনীয়: Maxi Gómez, স্পেনীয় উচ্চারণ: [ˈmaksi ˈɣomes]; জন্ম: ১৪ আগস্ট ১৯৯৬; মাক্সি গোমেস নামে সুপরিচিত) হলেন একজন উরুগুয়েয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে তুর্কি ক্লাব ত্রাবজোনস্পোর এবং উরুগুয়ে জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

গোমেস ২০১৭ সালে উরুগুয়ের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; উরুগুয়ের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৬ ম্যাচে ৩টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মাক্সিমিলিয়ানো গোমেস গনসালেস ১৯৯৬ সালের ১৪ই আগস্ট তারিখে উরুগুয়ের পায়সান্দুতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

গোমেস কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১০ই নভেম্বর তারিখে ঘোষিত উরুগুয়ের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

১৪ ডিসেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
উরুগুয়ে ২০১৭
২০১৮
২০১৯
২০২০
২০২১
২০২২
সর্বমোট ২৬

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "FIFA World Cup Qatar 2022 – Squad list" (পিডিএফ)FIFA। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২ 
  2. "Se confirmó la lista de convocados para la Copa Mundial de Catar 2022" [2022 Qatar World Cup squad confirmed] (স্পেনীয় ভাষায়)। Uruguayan Football Association। ১০ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]