মাইকেল জনসন
২০১০ সালে লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে মাইকেল জনসন | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জাতীয়তা | মার্কিন | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ডালাস, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র | সেপ্টেম্বর ১৩, ১৯৬৭||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ৬ ফুট ১ ইঞ্চি[১] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওজন | ১৭৫ পাউন্ড[১] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ক্রীড়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ক্রীড়া | ট্র্যাক ও ফিল্ড | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বিভাগ | স্প্রিন্ট | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
কলেজ দল | বেলর বিয়ার্স | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সাফল্য ও খেতাব | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যক্তিগত সেরা | 100 m: ১০.০৯ (Knoxville 1994) 200 m: ১৯.৩২ (Atlanta 1996) 300 m: ৩০.৮৫ WB (Pretoria 2000) 400 m: ৪৩.১৮ (Sevilla 1999) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পদকের তথ্য
|
মাইকেল ডুয়ান জনসন (জন্ম: ১৩ সেপ্টেম্বর, ১৯৬৭) সাবেক মার্কিন স্প্রিন্টার। অলিম্পিকে তিনি চারটি স্বর্ণপদক লাভ করেন।[২] এছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নশীপে আটটি স্বর্ণপদক পেয়েছেন মাইকেল জনসন। ২০০ মিটার ও ৪০০ মিটার দৌড়ে পূর্বতন বিশ্ব ও অলিম্পিক রেকর্ডের অধিকারী ছিলেন। পাশাপাশি ইনডোরে ৪০০ মিটার বিশ্বরেকর্ডের অধিকারী তিনি। এছাড়াও, ৩০০ মিটারে বিশ্বের সেরা সময় নিয়েছেন তিনি। সচরাচর জনসনকে ট্র্যাক ও ফিল্ডের ইতিহাসে অন্যতম সেরা ও সর্বাধিক ধারাবাহিকতা রক্ষাকারী স্প্রিন্টাররূপে আখ্যায়িত করা হয়ে থাকে।[৩][৪]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]টেক্সাসের ডালাসে জন্মগ্রহণকারী জনসনের শৈশবকাল সেখানেই অতিবাহিত হয়। পরিবারের পাঁচ সন্তানের মধ্যে তার সর্বকনিষ্ঠ। বাবা একাধারে ট্রাক ড্রাইভার ও বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ১০ বছর বয়সে প্রতিযোগিতাধর্মী দৌড়ে অংশ নিতে থাকেন। স্কাইলাইন উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন শেষে বেলর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। বেলরে অবস্থানকালে ক্লাইড হার্ট তাকে প্রশিক্ষণ দেন। এসময়ে তিনি বে শকয়েকবার ইনডোর ও আউটডোর স্প্রিন্ট ও রিলেতে এনসিএএ শিরোপা জয় করেন। কলেজের শুরুর দিকে উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ২০০ মিটারে স্কুল রেকর্ড ভঙ্গ করা। জীবনের প্রথম দৌড়েই তিনি সময় নিয়েছিলেন ২০.৪১ সেকেন্ড। এরপর ৪×৪০০মিটারে রিলেতে সময় নেন ৪৩.৫ সেকেন্ড।
একমাত্র পুরুষ ক্রীড়াবিদ হিসেবে একই অলিম্পিক আসরে ২০০ ও ৪০০ মিটারে স্বর্ণপদক জয় করেছেন। এ অর্জনটি আটলান্টায় অনুষ্ঠিত ১৯৯৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে করেছিলেন। এছাড়াও একমাত্র ব্যক্তি হিসেবে পূর্বতন শিরোপা নিয়ে ৪০০ মিটারে পুনরায় অলিম্পিক শিরোপা জয় করেন। অলিম্পিকে সফলতার পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশীপেও আটটি স্বর্ণপদক পেয়েছেন। ফলশ্রুতিতে উসাইন বোল্টের পর ও কার্ল লুইসের সাথে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করেন।
২০১২ সাল পর্যন্ত জনসন ২০০ মিটারে শীর্ষ ১০০ সময়ের মধ্যে ১৩টি এবং ৪০০ মিটারে শীর্ষ ১০০ সময়ের মধ্যে ২৭টি স্থানে ছিলেন। তন্মধ্যে ৪০০ মিটারে শীর্ষ ২৫ সময়ের ১৪টিতেই তার দখলিস্বত্ব রয়েছে। ৪০০ মিটারে ৪৪ সেকেন্ডের বাঁধা অতিক্রম করেছেন বাইশবার যা অন্য যে-কোনো অ্যাথলেটের চেয়ে দ্বিগুণেরও বেশি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ জানুয়ারি ২০১৪ তারিখে, profile page, accessed 20 June 1996
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;baylor
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Michael Johnson Biography and Olympic Results | Olympics at"। Sports-reference.com। ১৩ সেপ্টেম্বর ১৯৬৭। ১৮ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১১।
- ↑ Michael Johnson। "Player Bio: Michael Johnson – Baylor Bears Official Athletic Site"। BaylorBears.com। ৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
- Michael Johnson আইএএএফ প্রোফাইল (ইংরেজি)
- Profile by International Olympic Committee
- মার্কিন পুরুষ স্প্রিন্টার
- ১৯৬৭-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- আফ্রিকান-মার্কিন পুরুষ ট্র্যাক ও ফিল্ড অ্যাথলেট
- ১৯৯২ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়াবিদ (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)
- ১৯৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়াবিদ (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)
- আইএএএফ হল অব ফেমে প্রবেশকারী
- ১৯৯২ গ্রীষ্মকালীন অলিম্পিকের পদক বিজয়ী
- ১৯৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের পদক বিজয়ী
- ২০০০ গ্রীষ্মকালীন অলিম্পিকের পদক বিজয়ী
- অলিম্পিক ট্র্যাক অ্যান্ড ফিল্ডে স্বর্ণপদক বিজয়ী মার্কিনী
- অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্র্যাক ও ফিল্ড অ্যাথলেট
- ডালাস, টেক্সাসের ক্রীড়াবিদ
- স্যান রাফায়েল, ক্যালিফোর্নিয়ার ক্রীড়াবিদ
- বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পদক বিজয়ী
- অ্যাথলেটিক্সে (ট্র্যাক অ্যান্ড ফিল্ড) বিশ্বরেকর্ডধারী
- অ্যাথলেটিক্সে (ট্র্যাক অ্যান্ড ফিল্ড) সাবেক বিশ্বরেকর্ডধারী
- ১৯৯৮ গুডউইল গেমসের প্রতিযোগী
- গুডউইল গেমসে পদক বিজয়ী মল্লক্রীড়াবিদ
- ২০০০ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়াবিদ (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)
- গ্রীষ্মকালীন অলিম্পিকের পদক কেড়ে নেওয়া প্রতিযোগী
- জেমস ই. সালিভান পুরস্কার প্রাপক
- মার্কিন আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণকারী
- ২১শ শতাব্দীর আফ্রিকান-মার্কিন ব্যক্তি