ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র
দায়িত্ব
ইকরামুল হক টিটু

১৬ এপ্রিল ২০১৯ থেকে
ময়মনসিংহ সিটি কর্পোরেশন
সম্বোধনরীতিমাননীয় মেয়র
আসনময়মনসিংহ নগর ভবন
মনোনয়নদাতাসরাসরি ভোটে নির্বাচিত
নিয়োগকর্তাবাংলাদেশের প্রধানমন্ত্রী
মেয়াদকাল৫ বছর
গঠন১৪ অক্টোবর ২০১৮; ৫ বছর আগে (2018-10-14)
ডেপুটিপ্যানেল মেয়র
বেতনবার্ষিক ৳ ১০,২০,০০০

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র বা ময়মনসিংহের মেয়র বা মসিক মেয়র হলেন বাংলাদেশের ময়মনসিংহ শহরের সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র। ময়মনসিংহ মহানগর পরিচালনার জন্য প্রতিষ্ঠিত সিটি কর্পোরেশন এখানকার নগরপ্রশাসন ও স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার সংস্থা। মেয়র সিটি কর্পোরেশনের কার্যনির্বাহী প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন এবং তিনি প্রতি পাঁচ বছর পরপর নাগরিকদের সরাসরি ভোটে নির্বাচিত হন। মেয়রের অনুপস্থিতিতে সিটি কর্পোরেশন এর কার্যপরিচালনার জন্য একজন প্রশাসক থাকেন।

২০১৮ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনের উন্নীত করা হয়।[১] ২০১৯ সালের ৫ মে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইকরামুল হক টিটু মেয়র নির্বাচিত হন।[২]

মেয়রদের তালিকা[সম্পাদনা]

ক্রমিক আলোকচিত্র নাম পদবী যোগদান অব্যাহতি দল তথ্যসূত্র
ইকরামুল হক টিটু প্রশাসক ১৬ অক্টোবর ২০১৮ ২৭ মে ২০১৯ বাংলাদেশ আওয়ামী লীগ [৩]
ইকরামুল হক টিটু মেয়র ২৭ মে ২০১৯ অদ্যাবধি বাংলাদেশ আওয়ামী লীগ [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]