ইকরামুল হক টিটু
মাননীয় মেয়র ইকরামুল হক টিটু | |
---|---|
![]() ইকরামুল হক টিটু | |
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ম মেয়র | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৬ই এপ্রিল ২০১৯ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ময়মনসিংহ, বাংলাদেশ | আগস্ট ১, ১৯৭৬
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
মাতা | মানোয়ারা খাতুন |
পিতা | ফজলে হক |
বাসস্থান | ময়মনসিংহ, বাংলাদেশ |
প্রাক্তন শিক্ষার্থী | আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ |
পেশা |
|
ধর্ম | ইসলাম ধর্ম |
ওয়েবসাইট | ইকরামুল হক টিটু |
ইকরামুল হক টিটু (জন্ম: ১ আগস্ট, ১৯৭৬) বাংলাদেশের ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র এবং ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি ময়মনসিংহ পৌরসভার সাবেক মেয়র।[১][২][৩]
জন্ম ও শিক্ষা জীবন[সম্পাদনা]
ইকরামুল হক টিটু ১৯৭৬ সালের ১লা আগস্ট ময়মনসিংহ জেলার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আলহাজ্ব ফজলে হক এবং মাতা মরহুমা মানোয়ারা খাতুন। ময়মনসিংহের প্রি-ক্যাডেট হাইস্কুল, ময়মনসিংহ জিলা স্কুল এবং মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে তিনি প্রাথমিক ও মাধ্যমিকে পড়াশোনা করেন। আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক(সম্মান) পাস করেন।[৪]
কর্মজীবন[সম্পাদনা]
তার কর্মজীবন শুরু হয় শামীম এন্টারপ্রাইজ (প্রা.) লিমিটেডের পরিচালক হিসেবে। তিনি জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন।[৪] বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার সাবেক মেয়র ছিলেন তিনি। পরবর্তীতে তিনি ২০১৯ সালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসাবে নির্বাচিত হোন।[২] বর্তমানে তিনি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, হোটেল সি ক্রাউন, শামিম এন্টারপ্রাইজ (প্রা.) লিমিটেড ও শামিম এন্টারপ্রাইজ প্রোপার্টিজ লিমিটেডের পর্ষদে পরিচালক হিসেবে রয়েছেন।[৫]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ইকরামুল হক টিটু"। ittefaq.com.bd। দৈনিক ইত্তেফাক। এপ্রিল ১৬, ২০১৯। সংগ্রহের তারিখ এপ্রিল ১৬, ২০১৯।
- ↑ ক খ "ময়মনসিংহ সিটির প্রথম মেয়র হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়"। prothomalo.com। দৈনিক প্রথম আলো। এপ্রিল ১৬, ২০১৯। সংগ্রহের তারিখ এপ্রিল ১৬, ২০১৯।
- ↑ "জাপা প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন টিটু"। bd-pratidin.com। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এপ্রিল ১৬, ২০১৯। সংগ্রহের তারিখ এপ্রিল ১৬, ২০১৯।
- ↑ ক খ "ইকরামুল হক টিটু"। mcc.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৬।
- ↑ "রয়েল টিউলিপে বিনিয়োগ করে বিপাকে আইসিবি"। bonikbarta.net। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৩।