বিষয়বস্তুতে চলুন

ভারতের কমিউনিস্ট সংগঠন (মার্ক্সবাদী-লেনিনবাদী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলা ভাষায় পোস্টার, COI (ML), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) নিউ ডেমোক্রেসি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লাল পতাকা এবং একটি যৌথ সভার ঘোষণা। ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি

ভারতের কমিউনিস্ট সংগঠন (মার্ক্সবাদী-লেনিনবাদী) ছিল ভারতের একটি রাজনৈতিক সংগঠন। সিওআই (এমএল) গঠিত হয়েছিল মে ১৯৮৫ সালে ছয়টি ভিন্ন গোষ্ঠীর একীকরণের মাধ্যমে;

কানু সান্যাল সিওআই (এমএল) এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।[] সিওআই (এমএল) নির্বাচনে অংশ নেয়।[]

২০০৩ সালে সিওআই (এমএল) ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) ইউনিটি ইনিশিয়েটিভের সাথে একীভূত হয়ে একটি ইউনিফাইড সিপিআই (এমএল) গঠন করে।

জাতীয় প্রশ্ন

[সম্পাদনা]

সিওআই (এমএল) এই অবস্থানে অধিষ্ঠিত যে ভারত বহু-জাতীয়, যেখানে কিছু জাতীয়তা সরকারে আধিপত্য বিস্তার করে এবং কম উন্নত জাতীয় গোষ্ঠীগুলিকে দমন করে। সংগঠনটি জম্মু ও কাশ্মীর, নাগাল্যান্ড এবং মিজোরামের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করেছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Singh, Prakash. The Naxalite Movement in India. New Delhi: Rupa & Co., 1999. p. 140.
  2. Singh, Prakash. The Naxalite Movement in India. New Delhi: Rupa & Co., 1999. p. 144.
  3. Singh, Prakash. The Naxalite Movement in India. New Delhi: Rupa & Co., 1999. p. 143.