বিষয়বস্তুতে চলুন

কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী) (উমাধর সিং)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী) ছিল উমাধর সিং- এর নেতৃত্বে একটি কমিউনিস্ট পার্টি, ১৯৮০-এর দশকের শুরুতে সক্রিয় ছিল। দলটি সংক্ষিপ্তভাবে বিহার বিধানসভায় প্রতিনিধিত্ব করেছিল।

পটভূমি[সম্পাদনা]

উমাধর সিং তার নিজের দল প্রতিষ্ঠার আগে সত্যনারায়ণ সিংয়ের CPI(ML) এর সদস্য ছিলেন।[১] সিংয়ের প্রভাব বিহারের হায়াঘাট ও দরভাঙ্গা এলাকায় বিস্তৃত ছিল।[২]

১৯৮৫ সালের নির্বাচন এবং COI(ML) এ একীভূত[সম্পাদনা]

সিং মার্চ ১৯৮৫ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিহার বিধানসভার হায়াঘাট আসনে জয়ী হন।[৩] নির্বাচনের পরপরই, সিংয়ের দল ভারতের কমিউনিস্ট অর্গানাইজেশনে (মার্কসবাদী-লেনিনবাদী) একীভূত হয়।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. CPI(ML) New Democracy. Red Salute to CPI(ML) New Democracy Leader Com. Umadhar Singh!
  2. Gulab Jha (১ জানুয়ারি ১৯৯০)। Caste And The Communist Movement। Commonwealth Publishers। পৃষ্ঠা 176আইএসবিএন 978-81-7169-064-0 
  3. The Illustrated Weekly of India। Published for the proprietors, Bennett, Coleman & Company, Limited, at the Times of India Press। ১৯৮৫। পৃষ্ঠা 34–35।