ভারতীয় ক্রীড়া সম্মান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভারতীয় ক্রীড়া সম্মান (ইংরেজি: Indian Sports Honours) হল আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ কর্তৃক বিরাট কোহলি ফাউন্ডেশনের সহযোগিতায় ভারতের অসামান্য ক্রীড়া ব্যক্তিত্বদের প্রতি বছর পুরস্কার দেওয়া হয়। ২০১৭ সালে এই পুরস্কার প্রতিষ্ঠিত হয়েছিল।

২০১৭ পুরস্কার[সম্পাদনা]

উদ্বোধনী ২০১৭ পুরস্কারের অনুষ্ঠান ১১ নভেম্বর ২০১৭ সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। জুরি বোর্ডের সভাপতিত্ব করেন প্রাক্তন অল-ইংল্যান্ড চ্যাম্পিয়ন এবং আরো ছিলেন প্রধান জাতীয় ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপীচাঁদ, একাধিক গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী মহেশ ভূপতি, স্প্রিন্টার পি.টি. উষা, প্রাক্তন বিশ্বের এক নম্বর শুটার অঞ্জলি ভাগবত এবং প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক অর্জুন হালাপ্পা। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। [১] [২] [৩] [৪] [৫]

বর্ষসেরা নারীক্রীড়াবিদ

(পৃথক ক্রীড়া)

বছরের প্রত্যাবর্তন বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ বর্ষসেরা উদীয়মান নারীক্রীড়াবিদ সেরা কোচ সেরা ফ্যান ক্লাব
পিভি সিন্ধু (ব্যাডমিন্টন) সাইনা নেহওয়াল (ব্যাডমিন্টন) হরমনপ্রীত সিং (হকি) অদিতি অশোক (গলফ) বিজয় দাভেচা (গলফ) মঞ্জপ্পাদা (ফুটবল) [৬]
ললিতা বাবর (অ্যাথলেটিক্স) অমিত রোহিদাস (হকি) নীরজ চোপড়া (অ্যাথলেটিক্স) রিতু ফোগাট (কুস্তি) বিশ্বেশ্বর নন্দী (জিমন্যাস্টিকস)
দীপা কর্মকার (জিমন্যাস্টিকস) অজয় ঠাকুর (কাবাডি) রামকুমার রামনাথন (টেনিস) স্মৃতি মান্ধানা (ক্রিকেট) বলবন সিং (কাবাডি)
সাক্ষী মালিক (কুস্তি) কেদার যাদব (ক্রিকেট) সমীর বর্মা (ব্যাডমিন্টন) হরেন্দ্র সিং (হকি)
বিদিত সন্তোষ গুজরাঠি (দাবা) অনিল কুম্বলে (ক্রিকেট)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Anil Kumble nominated for Indian Sports Honours organised by Virat Kohli foundation"deccanchronicle.com/ (ইংরেজি ভাষায়)। ২০১৭-১১-০৩। সংগ্রহের তারিখ ২০১৭-১১-১৭ 
  2. "R Ashwin wins Best Player in Team Sports award at India Sports Honours"। ২০১৭-১১-১২। সংগ্রহের তারিখ ২০১৭-১১-১৭ 
  3. "Double delight for Mithali Raj at Indian Sports Honours"। ২০১৭-১১-১২। সংগ্রহের তারিখ ২০১৭-১১-১৭ 
  4. "Saina Nehwal wins 'Comeback of the Year' award at Indian Sports Honours"। ২০১৭-১১-১২। সংগ্রহের তারিখ ২০১৭-১১-১৭ 
  5. "Who has won the Sportsman of the Year award at the firs - GKToday"www.gktoday.in। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৭ 
  6. "Kerala Blasters fan group Manjappada win 'Fan Club of the Year' award at Indian Sports Honours | Goal.com"www.goal.com। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০২