ব্যবহারকারী আলাপ:Rivnat Nasah

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: MdsShakil কর্তৃক ৩ মাস আগে "অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম![সম্পাদনা]

আদিভাইআলাপ০৩:২৮, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বাড্ডা থানা[সম্পাদনা]

সুধী, বাড্ডা থানা নিবন্ধে আপনার সম্পাদনার জন্য ধন্যবাদ। শুধু একটি সম্পাদনায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেটি সম্প্রতিই বাতিল করা হয়েছে। WP:MOS অনুসারে আপনার সম্পাদনাটি উইকিপিডিয়ার সাধারণ বিশ্বকোষীয় রচনাশৈলীর বিরোধী ছিল। উইকিপিডিয়ার রচনার মাঝখানে বোল্ড বা গাঢ় অক্ষরে লেখার কিছু শর্ত রয়েছে, দেখুন en:MOS:BOLD। উইকিপিডিয়ায় লিখার সময় এই নীতিমালাগুলো ও রচনাশৈলী মেনে চলতে অনুরোধ করছি। আপনার যেকোনো সমস্যা বা দরকারে নির্দ্বিধায় আমার আলাপ পাতায় জানাবেন। আপনার জন্য অশেষ শুভকামনা রইল, আপনার উইকিযাত্রা শুভ হোক। — আদিভাইআলাপ০৩:২৫, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

প্রিয় Rivnat Nasah,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

আয়োজক দলের পক্ষে, AishikBot (আলাপ) ০৫:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় Rivnat Nasah,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন