ব্যবহারকারী আলাপ:Muslim112

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

শায়খ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

শায়খ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/শায়খ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মো. মাহমুদুল আলম (আলাপ) ১৬:২৫, ১৫ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

নভেম্বর ২০২২[সম্পাদনা]

অনুগ্রহপূর্বক উইকিপিডিয়াতে অগঠনমূলক সম্পাদনা থেকে বিরত থাকুন, যেমনটা আপনি আহল-ই-হাদীস-এ করেছেন। আপনার সম্পাদনা ধ্বংসপ্রবণতা হিসেবে গণ্য হয়েছে এবং বাতিল কিংবা অপসারণ করা হয়েছে। আপনি যদি পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘরে তা করুন। ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৭:৩৬, ২৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়াতে তথ্য দেওয়ার নাম করে বিশেষ একটি গোষ্ঠী কে তাদের অপর নাম হিসেবে গাইরে মুকাল্লিদ বলে গালি দেওয়া হয়েছে এবং আমি গোষ্ঠী সম্বন্ধে খোঁজ নিয়ে দেখেছি তারা গায়রে মুকাল্লিদ বলে নিজেদের পরিচয় দেয় না এবং তাদেরকে অস্থিতিশীল সংগঠন লস্কর-ই-তাইয়েবার সাথে সংশ্লিষ্ট করা হয়েছে যা মিথ্যা ইতিহাস তবুও উইকিপিডিয়াতে এহেন তথ্য দেওয়া মিথ্যার শামিল | আমি এটি সম্পাদনা করেছি | গালিটি বাদ দিয়ে সম্পাদনা করেছি এবং আমার দৃষ্টিতে একটি সঠিক উইকিপিডিয়া নীতিমালা তেও এটি সঠিক |উইকিপিডিয়া কখনো কাউকে গালি দেওয়া সাপোর্ট করে না | Muslim112 (আলাপ) ০১:১৮, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

অনুগ্রহপূর্বক উইকিপিডিয়াতে অগঠনমূলক সম্পাদনা থেকে বিরত থাকুন, যেমনটা আপনি আহল-ই-হাদীস-এ করেছেন। আপনার সম্পাদনা ধ্বংসপ্রবণতা হিসেবে গণ্য হয়েছে এবং বাতিল কিংবা অপসারণ করা হয়েছে। আপনি যদি পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘরে তা করুন। ধন্যবাদ। ≈ ফারহান  «আলাপ» ০২:৪৮, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধটিতে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে | Muslim112 (আলাপ) ০২:৪৯, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে সর্বশেষ সতর্কবার্তা প্রদান করা হচ্ছে; আপনি যদি উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা চালিয়ে যান, তবে পরবর্তী কোনো সতর্কবার্তা ব্যতিরেকেই আপনাকে সম্পাদনা করা থেকে বাধাদান করা হবে। ≈ ফারহান  «আলাপ» ০৩:০৭, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া বিদআতিদের দ্বারা ভরে যাবে তা ভাবতে পারিনি | আল্লাহ তায়ালা যাকে হেদায়েত করবেন সে অবশ্য হেদায়েতপ্রাপ্ত হবে | উইকিপিডিয়াতে মিথ্যা তথ্য প্রচার করে কখনো হেদায়েতের রাস্তা বন্ধ করা যাবে না |আপনার আর বিদআতি দেওবন্দী শাইতন খিনজির গুলোর ক্ষমতা উইকিপিডিয়া তে থাকতে পারে কিন্তু দুনিয়াতে নয় | সতর্ক বার্তা দিন আর ব্যানই করুন লাভ নাই | দেওবন্দী দের ভন্ডামী প্রকাশ হচ্ছে হবে ইনশা আল্লাহ | Muslim112 (আলাপ) ০৩:১৫, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Muslim112 ভ্রাতা, দয়া করে আপনি নিবন্ধের আলাপ পাতায় গিয়ে সেই নিবন্ধটিতে কি সমস্যা দেখেছেন সেটি বর্ণনা করুন। সম্প্রদায়ের ঐক্যমতে সেটি সমাধান করা হবে। অযথা নিবন্ধ অপসারণ প্রস্তাবনা দিয়েন না। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। আপনার উইকিযাত্রা শুভ হোক। ≈ ফারহান  «আলাপ» ০৩:২০, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আহল-ই-হাদীস পাতায় আমার আপত্তি দেখতে পারেন | Muslim112 (আলাপ) ০৩:৩৮, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
ঘড়িসহ থামুন আইকন
আপনাকে সম্পাদনা করা থেকে 3 months সময়ের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি ধ্বংসপ্রবণ কাজ করে চলেছেন। যখন এই বাধাদানের সময়সীমা শেষ হবে, তখন আমরা আপনাকে উইকিপিডিয়ায় গঠনমূলক সম্পাদনা করার আহ্বান জানাই। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৬:১৩, ৩০ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমার কোন মন্তব্যে আপনাকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা প্রার্থী | জি আমার কিছু ভুল হয়েছে এটা বুঝতে পেরেছি | ধর্মমন্ত্রী তার মতবাদের বিপক্ষে যে ইসলামী দল আহল-ই-হাদীস সেই দলের বিরুদ্ধে যায় এমন কথা উইকিপিডিয়াতে লিখেছেন যেটা আমার কাছে দৃষ্টিকটু লেগেছিল | আমি তৎক্ষণাৎ সম্পাদনা করেছিলাম কাউকে না জানিয়ে এটা আমার ভুল ছিল | এজন্য দুঃখ প্রকাশ করছি | পরে ওই নিবন্ধের আলোচনাতে আমার আপত্তি গুলো তুলে ধরেছিলাম কিন্তু তবুও সে গুলো সংশোধন করা হয়নি | আমার আপত্তি গুলো হলোঃ ১.ধর্মমন্ত্রী যে মতবাদ অনুসরণ করেন সেই মতবাদের বিপক্ষে মতের নাম আহলে হাদিস যারা নিজেদেরকে গায়রে মুকাল্লিদ বলে পরিচয় দেয় না | অথচ তাদেরকে গায়রে মুকাল্লিদ বলা হয়েছে |এই শব্দটি তাদেরকে অপমান অর্থে ব্যবহার করা হয় বরং তাদের অপর নাম সালাফি | ২.তাদের উৎপত্তি উত্তর ভারতে 1930 সালে সৈয়দ নাজির হোসেন এর মাধ্যমে এটাও ভুল তথ্য |বরং তাদের ইতিহাস বহু পুরনো মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ সহ প্রাচীন স্পেনে তাদের আধিক্য ছিল ভারতীয় উপমহাদেশে তারা মূল আলোচনায় আসে 19 এর শতকে এটা সঠিক | ৩. তাদেরকে লস্কর ই তাইয়েবা জঙ্গী সংগঠনের বলা হয়েছিল কিন্তু এটা মিথ্যা | ৪.রাজনৈতিক দল বলা হয়েছে তাদের নেতা ইহসান এলাহি জহির নাকি মারা গিয়েছেন অথচ তিনি মারা গিয়েছেন ইসলামবিরোধী পক্ষের বিপক্ষে বক্তব্য দেওয়ার সময় কোনো রাজনৈতিক গত কারণে নয় | ইহসান এলাহি জহির রাজনৈতিক নেতা ও নন তিনি একজন আলেম ছিলেন |
৫. তাদেরকে ইসলামের আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের করে দিয়ে আর্টিকেল লেখা হয়েছে অথচ স্বয়ং মূল দেওবন্দী কোন আলেম আহলে হাদিসদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের করে দেয় না | সারা পৃথিবীতে আলেমগণ একমত যে আহলে হাদিস আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত |তাদেরকে নাকি শেষ সময়ে ইসলাম ত্যাগী দল বলে ঘোষণা করা হয়েছিল এটাও মিথ্যা দাবী | তবুও উইকিপিডিয়াতে তাদেরকে জামাত থেকে বের করে দেওয়া তাদেরকে রাজনৈতিক দল বলে আখ্যা দেওয়া তাদেরকে গায়রে মুকাল্লিদ বলে কটাক্ষ করা লস্কর-ই-তাইয়েবার লোক বলে সম্বোধন করা এগুলো দৃষ্টিকটু এবং ব্যক্তিগত হিংসাত্মক মনোভাব বলে মনে করি | আমি এগুলো দেখে একটু উত্তেজিত হয়ে গিয়েছিলাম এটা আমার ভুল আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আমার আপত্তি গুলো নিবন্ধটিতে সংশোধন করে প্রকাশ করার | Muslim112 (আলাপ) ১৬:৩৪, ৩০ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমি লক্ষ্য করলাম এখনো নিবন্ধটি সংশোধন করা হয়নি উইকিপিডিয়াতে এহেন মিথ্যা তথ্য কি করে থাকতে পারে! Muslim112 (আলাপ) ০৮:২৯, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]