ব্যবহারকারী আলাপ:Md Sunnat Ali Mollik

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শুভেচ্ছা নিন। আপনি কী অনুগ্রহ করে আমাকে জানাবেন যে আপনি কেন এই নিবন্ধে, এই নিবন্ধেএই নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ লাগিয়েছিলেন? যাইহোক, যদি ভুল করে করে থাকেন বা টুইংকল পরীক্ষার উদ্দেশ্যে করে থাকেন, ব্যাপার না। তবে এভাবে মূল নিবন্ধে পরীক্ষা করা উচিত নয়। কোনও পরীক্ষা করতে চাইলে এই পাতা তৈরি করে এতে করুন। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ২২:১১, ২৬ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

চালিয়ে যান[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখা চালিয়ে যান :) আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২০, ২৭ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান বৈশ্বিকভাবে তালাবদ্ধ লক থেকে আনলক না করা হলে উইকিপিডিয়াতে প্রবেশ করতে পারবো না। @Md Sunnat Ali Mollik 37.111.203.200 (আলাপ) ২১:০৮, ১৯ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হ্যালো, উইকিপিডিয়ায় স্বাগতম। আপনি উইকিপিডিয়া:Templates for discussion/Log/2023 মে 28 নামে একটি পাতা তৈরি করেছেন, এবং পাতাটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণ নীতিমালার স২ অনুসারে অপসারণ করা হয়েছে। এটি একটি পরীক্ষামূলক পাতা ছিলো, অনুগ্রহপূর্বক সকল পরীক্ষা-নিরীক্ষা খেলাঘরে করুন। উইকিপিডিয়ায় অবদান রাখা সম্পর্কে জানতে স্বাগতম পাতা দেখুন।

অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, অথবা আপনি যদি ভবিষ্যত সূত্র বা উন্নতির স্বার্থে মুছে ফেলা পাতাটি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ইতোমধ্যে যদি তা করে থাকেন তবে, এখানে একটি অনুরোধ করতে পারেন। —শাকিল (আলাপ · অবদান) ১৩:৫১, ২৮ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য ধন্যবাদ।‌‌ অনুগ্ৰহ করে কোন পাতায় অপসারণ প্রস্তাবনা দেওয়ার পূর্বে কিছু নীতিমালা ও পদ্ধতিগুলোর দিকে লক্ষ্য রাখুন। নিবন্ধ ব্যতীত অন্য কোন নামস্থানের পাতায় অপসারণ প্রস্তাবনা দেওয়ার কোন স্ট্যান্ডার্ট পদ্ধতি বাংলা উইকিপিডিয়ায় এই মূহুর্তে সক্রিয় নয়, এইসব ক্ষেত্রে দ্রুত অপসারণ প্রস্তাবনা ব্যবহারের বিষয়টি বিবেচনা করুন —শাকিল (আলাপ · অবদান) ১৩:৫৬, ২৮ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil ধন্যবাদ,,
/* দ্রুত অপসারণ প্রস্তাবনা */ ব্যবহারের বিষয় হচ্ছ উল্লেখযোগ্য ব্যাক্তিগণ তাদের নিজেদের প্রচারণা চালানো। এ কারণে /* টুইংকল */ এর মাধ্যমে প্রস্তাবনা। Md Sunnat Ali Mollik (আলাপ) ১৫:৩৮, ২৮ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

মে ২০২৩[সম্পাদনা]

হ্যালো, Md Sunnat Ali Mollik, উইকিপিডিয়ায় স্বাগতম ও আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনার সম্পাদনার ধরনের মাধ্যমে বুঝা যাচ্ছে যে, আপনি উইকিপিডিয়ায় একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করছেন অথবা উইকিপিডিয়া বহির্ভূত ব্যক্তির সহায়তায় সম্পাদনা করছেন। একাধিক অ্যাকাউন্ট ব্যবহার সম্পর্কিত আমাদের নীতিমালাটি এটি সমর্থন করে না। যদি আপনি সরাসরি একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করেন অথবা অন্য ব্যক্তির সহায়তায় কাজটি করে থাকেন, তবে অনুগ্রহ করে আপনার সম্পৃক্ততা প্রকাশ করুন। → Tanbiruzzaman 💬 ১০:৪১, ২৯ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@Tanbiruzzaman আমি বর্তমানে আমার এ অ্যাকাউন্ট ছাড়া অন্য কোন অ্যাকাউন্ট ব্যবহার করিনা। অন্য ব্যক্তির সহায়তায় কাজটি করে থাকেন ? (এটা কোন কাজের কথা বলছেন উল্লেখ করেন) Md Sunnat Ali Mollik (আলাপ) ১০:৪৮, ২৯ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
User:নাইমুর রহমান নাইম একাউন্টটি কি আপনার? আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০২:৫৫, ৩০ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon না আমি কেন তৈরি করবো আমি তো আপনাকে বলছি কোন পাতা তৈরি করার আগে আপনাকে বলবো । @নাইমুর রহমান নাইম এ ব্যবহারকারী @প্রতিদিনের বাংলাদেশ পাতাটি তৈরি করছিলো।‌‌ আমি দ্রুত অপসারণের জন্য প্রস্তাবনা করছিলাম আপনি @নাইমুর রহমান নাইম এর আলোচনা পাতায় দেখুন। Md Sunnat Ali Mollik (আলাপ) ০৪:২৭, ৩০ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
আপনার পরিচিত কেউ? আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:০৭, ৩০ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
আমার পরিচিত কেউ নয়। Md Sunnat Ali Mollik (আলাপ) ০৭:১৯, ৩০ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
আপনার পরিচিত না হলে ওনি কেন আপনাকে মেন্টর বানাতে চেয়েছে? আপনি প্রতিদিনের বাংলাদেশ নামে নিবন্ধ ও একাউন্ট তৈরি করেছিলেন, ব্যবহারকারী:নাইমুর রহমান নাইম ও উক্ত নামে পাতাটি তৈরি করেছে। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:২৬, ৩০ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
কেন জানিনা, আমি তার আলাপ পাতায় আমার থেকে কোন সাহায্য প্রয়োজন হলে লিখতে বলছি কিন্তু কোন কিছু লিখি নাই। Md Sunnat Ali Mollik (আলাপ) ০৭:৩৬, ৩০ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অপ্রয়োজনীয়[সম্পাদনা]

দয়া করে কোনো নিবন্ধে অপ্রয়োজনীয় দ্রুত অপসারণ প্রস্তাবনা, ভুল অপসারণ প্রস্তাবনা এবং ভুল ট্যাগ দেওয়া থেকে বিরত থাকুন। এর আগেও এবিষয়ে বলা হয়েছে। এছাড়া, আলোচনা ছাড়া নিবন্ধের নাম পরিবর্তন করবেন না। আপনাকে ইংরেজি থেকে বাংলায় নিবন্ধ অনুবাদ করার অনুরোধ করছি৷ আপাতত অপ্রয়োজনীয় সম্পাদনা থেকে বিরত থাকুন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:৫৮, ১ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

আমি কি নতুন পাতা তৈরি করতে পারবো। Md Sunnat Ali Mollik (আলাপ) ০৬:০১, ১ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
উইকিপিডিয়ার নীতিমালা অনুযায়ী উল্লেখযোগ্য নিবন্ধ তৈরি করতে পারবেন। তবে, কারও অনুরোধে নিবন্ধ তৈরি করতে পারবেন না। এছাড়া, প্রচারণা ও বিজ্ঞাপনধর্মী নিবন্ধ লেখা যাবেনা। আপনি চাইলে উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২৩/রমজান/নিবন্ধ তালিকা এই তালিকা থেকে লাল লেখাযুক্ত নিবন্ধগুলো বাংলায় অনুবাদ করতে পারেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৬:০৮, ১ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon @সামিরা খান মাহি তৈরির জন্য যোগ্য কিনা। Md Sunnat Ali Mollik (আলাপ) ১৩:২৫, ১ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
পাতাটি হলো https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE_%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8_%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF Md Sunnat Ali Mollik (আলাপ) ১৩:২৮, ১ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon সামিরা খান মাহি তৈরির জন্য যোগ্য কিনা একটু বলবেন। Md Sunnat Ali Mollik (আলাপ) ১৩:৩৩, ১ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
রিয়াজ ভাই আপনাকে যে তালিকা দিয়েছে, ওগুলা অনুবাদের চেষ্টা করতে পারেন। → Tanbiruzzaman 💬 ১৩:৩৭, ১ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
অনুবাদ হচ্ছে না Md Sunnat Ali Mollik (আলাপ) ১৩:৪২, ১ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
ঠিক কি সমস্যা হচ্ছে চাইলে সেটি বর্ণনা করে বলতে পারেন, অথবা info-bn@wikimedia.org ঠিকানায় স্ক্রিনশটসহ মেইল করতে পারেন → Tanbiruzzaman 💬 ১৩:৪৬, ১ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
আমি ইমেইল করছি তাহলে। Md Sunnat Ali Mollik (আলাপ) ১৩:৫৬, ১ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
ইমেইল করছি Md Sunnat Ali Mollik (আলাপ) ১৪:২২, ১ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
আপনাকে না বলেছি নীতিমালা না মেনে ভুলভাবে দ্রুত অপসারণ প্রস্তাবনা না দিতে? আপনি বিশেষ:পার্থক্য/6678298 আবারও দিলেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১২:৫৮, ৬ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
কোন তথ্য নেই এজন্য। যাইহোক আমি অপসারণ প্রস্তাবনা বিরত থাকবো। Md Sunnat Ali Mollik (আলাপ) ১৩:০১, ৬ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
ওটাতে {{কাজ চলছে}} লেখা আছে, এর মানে প্রণেতা নিবন্ধটির কাজ করছেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৩:১১, ৬ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

ছবি সমস্যা[সম্পাদনা]

শুভেচ্ছা নিন, যদিও চিত্র:মোঃ ছুন্নত আলী মল্লিক.jpeg আপনার ছবি, তবে এটি কপিরাইটের কারণে উইকিপিডিয়ায় রাখা যাবে না। আপনি দয়া করে নিজের হাতে মোবাইলে দিয়ে নিজের একটি ছবি (তথা সেলফি) তুলে আপলোড করুন। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৬, ৫ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

না ভাই, ফেসবুকের লিঙ্ক যোগ করলে হবে না। যিনি আপনার উক্ত ছবিটি তুলেছেন তাকে অনুমতিপত্র পাঠাতে হবে। তবে এত কিছুর চেয়ে একটি সেলফি আপলোড সহজতর কাজ। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৮, ৫ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান আমার উক্ত ছবিটি যে তুলেছে তার অনুমতিপত্র সম্পর্কে যদি একটু বলতেন। কিভাবে পাঠাবে এটা আমার জনপ্রিয় ছবি এজন্য এটা আমি রাখতে চাইছি। Md Sunnat Ali Mollik (আলাপ) ১৯:৪৫, ৫ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
যিনি আপনার এই ছবিটি তুলেছেন তাকে অনুমতিপত্র পাঠাতে হবে।
তাকে এই ছবিটি সংযুক্ত করে ব্যবহারকারী:আফতাবুজ্জামান/অনুমতিপত্রের নমুনা পাতায় যেভাবে বলা আছে, ওভাবে অনুমতিপত্র ইমেইল করে পাঠাতে বলবেন। ইমেইল পাঠানোর পর আমাকে একটু বলবেন। আফতাবুজ্জামান (আলাপ) ২০:১২, ৫ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান ইমেইল পাঠিয়েছে দেখেন। Md Sunnat Ali Mollik (আলাপ) ০৯:০২, ৬ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান আমি @Md Sunnat Ali Mollik আমি ছবি মুছে ফেলা হয়েছে আমি তো বলেছিলেন। আমার ছবিটি মে তুলেছেন তাকে অনুমতিপত্র পাঠাতে হবে। সেই অনুযায়ী তো আপনার দেওয়া ইমেইলে পাঠানো হয়েছে। তারপরও তো আমার ছবি অপসারণ করা হয়েছে কেন জানাবেন। 118.179.56.137 (আলাপ) ০৮:৫০, ১২ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অবহিতি[সম্পাদনা]

সুধি, যেসব নিবন্ধ নতুন তৈরি হয় এবং {{কাজ চলছে}} ট্যাগ যুক্ত থাকে সেগুলোতে কোনো সম্পাদনা করা কিংবা ছোটখাটো সংশোধনের প্রয়োজন নেই। কারণ নিবন্ধ প্রণেতা হতে পারে সেগুলো সংশোধনের কাজ করছেন, আপনার সম্পাদনার কারণে তার সম্পাদনা ব্যার্থ হতে পারে। যেমনটা আপনি ইন্টার মায়ামি ফুটবল ক্লাব-তে করেছেন। নিবন্ধটি নিয়ে কাজ চলমান, কাজ শেষে {{কাজ চলছে}} ট্যাগ অপসারণ করা হলে আপনাকে এতে সম্পাদনার আমন্ত্রণ জানাই। → Tanbiruzzaman 💬 ২০:০৭, ৭ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

টুইংকলের ভুল ব্যবহার[সম্পাদনা]

উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য ধন্যবাদ। আমি সম্প্রতি লক্ষ্য করেছি আপনি টুইংকলের মাধ্যমে ভুলভাবে বিভিন্ন নিবন্ধ অপসারণের জন্য ট্যাগিং করছেন ও অপ্রয়োজনীয় ভাবে সুরক্ষার অনুরোধ করছেন। আপনাকে একাধিকবার বলা হয়েছে অপসারণের অনুরোধগুলো সঠিক প্রক্রিয়া অনুসরণ করে করার জন্য, যা আপনি মেনে চলছেন না। সম্প্রতি লেখক করিমুল ইসলাম নিবন্ধে {{db-hoax}} ও সৃষ্টি থেকে সুরক্ষার জন্য ট্যাগ যোগ করেছেন, যা এই নিবন্ধটির সাথে কোনভাবে যায় না। আপনি যদি ভবিষ্যতে একই ধরণের কাজ চালিয়ে যান তবে আপনাকে সম্পাদনা করার অধিকার খর্ব করা হতে পারে, আমার এই বার্তাটিকে সতর্কতা হিসাবে নিন। —শাকিল (আলাপ · অবদান) ১৩:৪১, ১১ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। @Karimul islam 786 নিজের নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে লেখক করিমুল ইসলাম নিবন্ধ তৈরি করছে সেই জন্য অপসারণের অনুরোধ করছিলাম। Md Sunnat Ali Mollik (আলাপ) ১৫:১৭, ১১ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil আমি তো তার পরে আর টুইংকলের মাধ্যমে ভুলভাবে বিভিন্ন নিবন্ধ অপসারণের জন্য ট্যাগিং করেনি তাহলে কেন এ বাঁধা হয়েছে। 118.179.56.137 (আলাপ) ০৮:৫৫, ১২ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
আপনাকে বাংলা উইকিপিডিয়ায় স্থানীয়ভাবে বাধা দেওয়া হয়নি, একজন স্টুয়ার্ড আপনার অ্যাকাউন্ট বৈশ্বিকভাবে তালাবদ্ধ করেছেন।‌ আমি আপনাকে পূর্বেও স্টুয়ার্ডদের সাথে যোগাযোগ করতে বলেছি, সেই পরামর্শ অনুসরণ করুন। —শাকিল (আলাপ · অবদান) ০৯:১২, ১২ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
শাকিল (আলাপ) উইকিপিডিয়ায় কিভাবে ফিরতে পারি? বৈশ্বিক তালাবদ্ধ থেকে। 2400:C600:3353:E3C3:1:0:3E8F:98C5 (আলাপ) ১৮:১১, ৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

মৌমিতা মৌ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

মৌমিতা মৌ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মৌমিতা মৌ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Nazrul Islam Nahid (আলাপ) ১১:৩১, ১৪ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]