বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Irraz Bin Idris

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mrb Rafi কর্তৃক ৩ বছর পূর্বে "উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

[সম্পাদনা]

নটর ডেম উইকি আলাপন ১.০ এ স্বাগতম

[সম্পাদনা]

প্রিয় Irraz Bin Idris,
নটর ডেম উইকি আলাপন ১.০ এ আপনাকে স্বাগত। প্রতিযোগিতার অংশ হিসেবে নিবন্ধ তৈরি করতে প্রথমেই উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটির দেওয়া বার্তাটি ভালো করে পড়ুন। এখান থেকে যেকোনো একটি নিবন্ধ অনুবাদের জন্য নির্বাচন করুন।

  1. নিবন্ধটি ভালো করে পড়ুন: নিবন্ধ তৈরির পূর্বেই নিবন্ধটি সম্পূর্ণ পড়ে অর্থ বুঝুন।
  2. কপি করুন: হাতের ডানদিকে সম্পাদনা বাটনে ক্লিক করে সম্পূর্ণ কোড কপি করুন।
  3. পেস্ট করে অনুবাদ করুন: তালিকার বাংলা নাম অংশের লাল লিঙ্কে ক্লিক করে কপি করা কোডটি পেস্ট করুন এবং বুঝে বুঝে অনুবাদ করুন।

এভাবে সম্পূর্ণ নিবন্ধটি অনুবাদ সম্পূর্ণ করুন। এছাড়া যেকোনো সাহায্যের জন্য আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।

বিঃদ্রঃ: উইকিপিডিয়ায় নতুন হিসেবে অবদান রাখার জন্য অভিজ্ঞদের অনুসরণ করুন। বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক।
ধন্যবাদ।
- নকীব সরকার বলুন... ১৬:৪২, ১ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনার অনুরোধের সাড়া

[সম্পাদনা]

প্রিয় ইরাজ,

বাংলা উইকিপিডিয়ার সম্পাদনা পরিবেশে বিপর্যস্ত বোধ করছিলেন বলে আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন। তাই কিছুটা নিয়মের বাইরে গিয়ে হলেও আপনার খেলাঘর তৈরি করে তাতে আপনার অনুবাদের জন্য একটি অনুচ্ছেদ রেখেছি, যা এখানে পাবেন।

যথাশীঘ্র কাজ শুরু করুন।

আপনার উইকি জীবন শুভ হোক!!

- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১১:৪৭, ১০ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

গর্বিত নটর ডেমিয়ান

[সম্পাদনা]
গর্বিত নটর ডেমিয়ান পদক
চিত্র:Logo of Notre Dame College.jpg

সুপ্রিয় ইররাজ,
নটর ডেম কলেজ” নিবন্ধটিকে বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধ হওয়ায় আপনাকে অভিনন্দন! -- আদিভাই (আলাপ) ১৮:৩৯, ১০ আগস্ট ২০২০ (ইউটিসি)
উত্তর দিন

 

উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ

[সম্পাদনা]
সুপ্রিয় Irraz Bin Idris, শুভেচ্ছা নেবেন। আপনাকে উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ জানাচ্ছি। উইকিপ্রকল্প নটর ডেম কলেজ হলো এমন একটি সম্মিলিত প্রয়াস, যেখানে উইকিপিডিয়ানরা, বিশেষ করে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা, সম্মিলিতভাবে নটর ডেম কলেজ সংশ্লিষ্ট নিবন্ধগুলো তৈরি ও নিবন্ধগুলোর মানোন্নয়ন করে থাকেন। এই উইকিপ্রকল্পে অংশগ্রহণের জন্য আপনি আপনার নাম এখানে যুক্ত করতে পারেন। এছাড়া আপনি আপনার ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী উইকিপ্রকল্প নটর ডেম কলেজ}} যুক্ত করতে পারেন। এতে আপনার নাম উইকিপ্রকল্প নটর ডেম কলেজের সদস্যবৃন্দ বিষয়শ্রেণীতে যুক্ত হবে।

শুভেচ্ছান্তে—
উইকিপ্রকল্প নটর ডেম কলেজের পক্ষে, বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১১:৪৪, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন