ব্যবহারকারী আলাপ:Ahp101

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ব্যবহারকারী আলাপ:DelowerHossain554 থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: MdsShakil কর্তৃক ৩ মাস আগে "অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়াকে সাহায্য করুন[সম্পাদনা]

ভাইয়া, আমি দেখতে পাচ্ছি আপনি ইংরেজি উইকিতে অবদান রাখছেন ও সেখানে বেশ কিছু নিবন্ধও সৃষ্টি করছেন। বাংলা উইকিপিডিয়াকেও সাহায্য করার জন্য আপনাকে অনুরোধ করছি। বাংলা উইকি খুব ছোট একটি উইকি। আপনার সাহায্য পেলে আমাদের মাতৃভাষা বাংলায় বিষয়বস্তু একটু হলেও বাড়বে, সমৃদ্ধ হবে। বাংলা উইকিতেও, ইংরেজি উইকিতে আপনার তৈরি নিবন্ধগুলি সৃষ্টি করার অনুরোধ করছি (যেমন ধরুন অপুর সংসার (টিভি অনুষ্ঠান) - en:Apur Sangsar (TV Show))। বাংলা উইকিতে কোন সাহায্য লাগলে জানাবেন। অনেক ধন্যবাদ। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৫, ২৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ঠিক আছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।DelowerHossain554 (আলাপ) ১৫:৪১, ২৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আমি আপনার ইচ্ছা পূর্ণ করলাম। অপুর সংসার (টিভি সিরিজ). DelowerHossain554 (আলাপ) ১২:০২, ২৯ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। তবে এটি দেখে ব্যথিত হলাম যে ইংরেজি উইকিপিডিয়ায় আপনি ১ হাজারের উপর সম্পাদনা করেছেন, অন্যদিকে আপনার নিজের মাতৃভাষার উইকিতে মাত্র ৫৩টি সম্পাদনা করেছেন :( আমরা যদি নিজেদের মাতৃভাষার উন্নতি না করি তবে এটি চিরকাল পিছেই পড়ে থাকবে, বাস্তব দুনিয়াতেও, ইন্টারনেট দুনিয়াতেও। বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত হবেন এই কামনা রইল। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৫, ২৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ভাই আপনি ইংরেজি উইকিতে সক্রিয় আছে। যদি সম্ভব হয় আপনাকে বাংলা উইকিতেও আরেকটু নিয়মিত/সক্রিয় সম্পাদনা (এডিট) করতে অনুরোধ করব। বাঙালি বাংলা উইকিপিডিয়াকে এগিয়ে না নিলে কারা নিবে :( --আফতাবুজ্জামান (আলাপ) ০২:৩৭, ২৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় Ahp101,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন