ব্যবহারকারী আলাপ:Chilekotha

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Chilekotha কর্তৃক ৬ মাস আগে "আখতার মাহমুদ পাতাটি দ্রুত অপসারণ করা হয়েছে" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

আখতার মাহমুদ পাতাটি দ্রুত অপসারণ করা হয়েছে[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

আখতার মাহমুদ পাতাটি উইকিপিডিয়া থেকে দ্রুত মুছে ফেলা হয়েছে। এটি দ্রুত মুছে ফেলার মানদণ্ডের নি৭ ধারার অধীনে করা হয়েছে, কারণ নিবন্ধটি একজন প্রকৃত ব্যক্তি সম্পর্কে যা বিশ্বাসযোগ্যভাবে কীভাবে বা কেন বিষয়টি গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ (অর্থাৎ সেই বিষয়ে একটি নিবন্ধ কেন একটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা উচিত) তা নির্দেশ করেনা। দ্রুত মুছে ফেলার মানদণ্ডের অধীনে, এই জাতীয় নিবন্ধগুলি যে কোনও সময় মুছে ফেলা হতে পারে। সাধারণত কী উল্লেখযোগ্য হিসেবে গৃহীত হয় সে সম্পর্কে এখানে ক্লিক করে আরও পড়ুন।

অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, অথবা আপনি যদি ভবিষ্যত সূত্র বা উন্নতির স্বার্থে মুছে ফেলা পাতাটি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন। —শাকিল (আলাপ · অবদান) ১১:৪৮, ২২ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

প্রিয়, শুভেচ্ছা জানবেন। আখতার মাহমুদ পাতাটি গুরুত্বপূর্ণ এ কারণে যে বর্তমানের বিচারে তিনি একজন গুরুত্বপূর্ণ লেখক। ভাইরাল লেখক নন কিন্তু তার আলাদা দর্শন ও ভিন্ন ধর্মী চিন্তা আছে। বিগত বিশ বছর যাবত তিনি সাহিত্যচর্চা করে আসছেন। বাংলাদেশের সাহিত্যে যে নানান বাঁকবদল ঘটছে সেসব নিয়ে তিনি কাজ করছেন। বাংলাদেশের সাহিত্যকে বিশ্বমানের করে তোলার জন্যও তার পরিশ্রম রয়েছে। ফলে তার কাজ সম্পর্কে যাতে মানুষ স্পষ্ট ধারণা পেতে পারে সে কারণে তার বিষয়ে বিশদ তথ্য উইকিতে থাকা দরকার। তাই আখতার মাহমুদ পাতাটি পুনরুদ্ধারে সহায়তা করার জন্য বিনীত অনুরোধ থাকলো। Chilekotha (আলাপ) ১৩:৩৮, ২২ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আখতার মাহমুদ সম্পর্কে তথ্য নেয়া হয়েছে রকমারির ওয়েবসাইট হতে। প্রকাশনীর ওয়েবসাইট হতে, গুডরিডস হতে এবং সোশ্যাল মিডিয়ায় লেখকের কার্যক্রম হতে। এসব তথ্যসূত্র যথেষ্ট বিশ্বাসযোগ্য। এছাড়া পাতাটিতে দেশের গুরুত্বপূর্ণ পত্রিকায় তার লেখা প্রকাশের লিংকও ব্যবহার করা হয়েছে। Chilekotha (আলাপ) ১৩:৪২, ২২ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন